আপনি যে বাঙালী তা আমি কখনই ভাবি নাই | বাংলা ভাষায় আপনার বাবার বন্ধুদের বক্তব্য শুনলাম | আমার কাছে উত্তন্ত চমৎকার লেগেছে | ড. সুদর্শন পান্ডা কে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের ইভেন্ট আয়োজন করার জন্য | তার একটি মহৎ হৃদয় রয়েছে . ৫৯ বছরের বন্ধুত্ব এখনও সজীব . তারা নিশ্চই তাদের পূর্বের স্মৃতি গুলো নিয়ে আলোচনা করেছে | করবেই না কেন সেগুলো যে মধুর স্মৃতি | আজ আরেকটি সুন্দর স্মৃতি তৈরী হল | বৃদ্ধ বয়স এমন একটি বয়স যে সময় লোকেরা একাকিত্বে ভোগে , ইয়ং ছেলেরা তাদের সাথে মিশতে চায় না | শুধু নাতী নাতনীদের সাথে কিছু সময় আড্ডা দিতে পারে , তাদের পড়াশুনা নিয়ে তারাও ব্যাস্ত . বয়স্ক লোকেরা বয়স্ক লোকেদের সাথেই বেশি আড্ডা দিতে পছন্দ করে | তারা যৌবন কালকে খুব মিস করে ও বন্ধুদের স্মরণ করে . তারা সবাই যে একত্রিত হবার সুযোগ পেয়েছে , আমার মনে হয় এটা সবাই তাদের মন থেকে চাইছিল | তাদের বন্ধুত্বের শক্তি অনেক ও একে অপরের প্রতি ভালবাসা অফুরন্ত রয়েছে | আমার মন ছুয়ে গেছে এই ইভেন্ট দেখে | শেয়ার করার জন্য ধন্যবাদ💯❤️❤️