I was studying in another city at that time because there was no good educational institution in my area. So I was forced to go there to study. I rented a seat in the mess near our educational institution. Three students had to stay in the same room, so there was a provision of three beds. When I completed one year, a student came and took the seat in the mess. He was one year senior to me. He used to stay in another mess, but he didn't like it there, so he came to this mess. Apart from that, some of his friends were also in our mess, they were the ones who made him look for this mess. The day he came to our mess, we both got to know each other. His name is Babul, he is very funny and can joke around. Within a few days, we developed a very good relationship with him. I used to go shopping with him, walk around the campus and play sports.
There was an extra room in our mess where there was a TV, magazines and sports equipment. We used to hang out there. So this room was named Adda Room. One day I was sitting in this room of the mess. Babul came and sat near me and said,
"I will go home on Saturday".
"Okay, go and freshen up from home". I replied.
"You will also have to go with me". Babul said.
"Okay, then I will also go to your house, it will be a lot of fun". I said.
I have a habit of traveling since I was a child so I could not say no to Babul. It would not be bad to visit a new area. Since I used to spend a lot of time with Babul, it would not be good without him. So I said yes.
On Saturday, Babul and I left. It was a bus trip. Babul lives in a village and there is a big market there. The bus stopped at this market and dropped us off and quickly fled. We walked some distance and found Babul's house. Babul's mother was doing housework.
Babul introduced me to his mother,
"My friend." Babul said.
"How are you?" Babul's mother looked at me and I asked.
"I am fine, how are you and how are your family?" Babul's mother replied.
"Everyone is fine." I said
" Go to the room and freshen up, take rest, you have traveled a long way." Babul's mother said
After we freshened up and took some rest, Babul's mother came with food. She is a very good and caring person. After the evening, we went to a nearby tea stall and had tea. There, I met Babul's friends from the village. They took me in within a short time.
One of them said to me,
" We will go to your house for a visit."
"Welcome." I said
" Your Chalanbil is very famous, it will be a lot of fun to visit there." He said.
"Of course, it is the biggest mobile phone in our country," I replied.
The next morning, I got up and went around Babul's mango orchard, date orchard, and vegetable garden. The date orchard attracted me a lot. They cultivated gourds, sweet potatoes, and potatoes in the vegetable garden. They had picked some improved varieties of mangoes in the mango orchard. Babul picked some mangoes and gave them to me. I told Babul,
"The mangoes are sweet."
"There are even sweeter mangoes than this, but they are not ripe." Babul replied.
"What a misfortune for me," I said.
"When those sweet mangoes ripen, I will take them to the market, and then eat them." Babul said.
I visited the educational institutions in the village with Babul. Then I went to the sugarcane field. They have cultivated a lot of sugarcane. Some of the villagers are squeezing the juice from the sugarcane and cooking it in the stove to make sugarcane jaggery. It was a very beautiful sight, I have never seen it before.
The day ended, I got enough sleep at night. In the morning, I woke up and said to Babul,
"Friend, now I have to go to the mess."
"I also have to go. I have exams ahead, and I have to study a lot," Babul replied.
We finished breakfast and said goodbye to everyone and left. Babul's mother did not want to let me go. She requested us to stay for a couple of more days but we had to go. When I left them, I felt very sad. Babul's family and village were very beautiful. Babul came to the mess after 14-15 days with sweet mangoes to feed me when he went home again. After eating the mangoes, I was surprised.
The language in which I wrote the story: Bengali
আমি যে ভাষায় স্টোরি লিখেছিলাম : বাংলা
বন্ধুর বাড়ি ভ্রমণ
আমি তখন অন্য একটি শহরে থেকে পড়াশুনা করি কারণ আমার এলাকায় উন্নত মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই বাধ্য হয়েই সেখানে পড়াশুনা করতে গিয়েছিলাম I আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছের মেস এ আমি একটি সিট ভাড়া করেছিলাম। একই রুমে তিন জন করে ছাত্র থাকতে হত তাই তিনটি বেডের ব্যবস্থাও ছিল। আমি এই যখন একবছর পূর্ণ করলাম তখন একজন ছাত্র এসে মেসের সিট ভারা নিল। সে আমার এক বছরের সিনিয়র ছিল . অন্য মেসে থাকত , সেখানে তার ভাল লাগে নাই তাই এ মেসে এসেছে। এ ছাড়া তার কয়েকটি বন্ধুও আমাদের মেসে ছিল তারাই তাকে এ মেসের অনুসন্ধান দিয়ে ছিল। সে যেদিন আমাদের মেস আসলো আমরা উভয় পরিচিত হলাম . তার নাম নাম বাবুল , খুব ফানি ও কথায় কথায় কৌতক করতে পারে। কিছু দিনের মধ্যেই তার সাথে খুব ভাল সম্পর্ক হয়ে গেল . আমি তার সাথে শপিং এ যেতাম , ক্যাম্পাসে হাটতাম ও খেলাধুলা করতাম।
আমাদের মেসে অতিরিক্ত একটা রুম ছিল যেখানে একটি টিভি , পত্রিকা ও খেলাধুলার জন্য সরঞ্জামগুলো থাকত। আমরা সেখানেই আড্ডা দিতাম। তাই এ রুমের নামকরন হয়েছিল আড্ডা রুম। একদিন আমি মেসের এ রুমে বসে আছি। বাবুল এসে আমার কাছে বসে বলল,
"শনিবারে বাড়িতে যাব। "
"ভাল , যাও এবং বাড়ি থেকে মন ফ্রেশ করে আস। " আমি উত্তর দিলাম .
"তোমাকেও আমার সাথে যেতে হবে। " বাবুল বলল.
"ওকে , তাহলে আমিও যাব তোমার বাড়িতে, অনেক মজা হবে। " আমি বললাম।
আমার বেড়ানোর অভ্যাস ছোট থেকেই তাই বাবুলকে না বলতে পারলাম না। নতুন একটি এলাকা ঘুরে বেড়াতে খারাপ লাগবে না। বাবুলের সাথে যেহেতু আমার বেশি সময় কাটতো তাই তাকে ছাড়া ভালও লাগবে না। তাই হ্যা বলে দিলাম।
শনিবারে আমি আর বাবুল রওয়ানা হলাম। এটি একটি বাস ভ্রমন ছিল। বাবুল একটি গ্রামে থাকে ও সেখানে একটি বড় বাজার রয়েছে। বাসটি এই বাজারে এসে থামল ও আমাদের নামিয়ে দিয়ে দ্রত পালিয়ে গেল। আমরা কিছুদুর হাটতেই বাবুলের বাড়ি পেয়ে গেলাম। বাবুলের মা গৃহের কাজ করছিল।
বাবুল তার মা এর সাথে আমাকে পরিচয় করিয়ে দিলো ,
"আমার বন্ধু।" বাবুল বললো।
"কেমন আছেন ? "বাবুলের মা আমার দিকে তাকতেই আমি জিজ্ঞেস করলাম।
"ভাল আছি , তুমি কেমন আছো ও তোমার পরিবারের মানুষেরা কেমন আছে ?"বাবুলের মা উত্তর দিল .
"সবাই ভাল আছে ." আমি বললাম
" রুমে গিয়ে ফ্রেশ হও , বিশ্রাম কর , অনেক পথ জারনি করেছো। " বাবুলের মা বলল।
আমরা ফ্রেশ হয়ে কিছু সময় রেষ্ট নিতেই খাবার নিয়ে উপস্থিত হল বাবুলের মা। তিনি খুব ভাল মানুষ ও যত্নশীল। সন্ধ্যার পর আমরা নিকটস্থ একটি চা স্টলে গিয়ে চা খাই। সেখানে বাবুলের গ্রামের বন্ধুদের সাথে পরিচয় হয়। তারা অল্প সময়ের মধ্যেই আমাকে আপন করে নেয়।
তাদের মধ্য থেকে একজন আমাকে বলল ,
" আমরা আপনার বাড়িতে যাব বেড়াতে।"
"ওয়েলকাম। " আমি বললাম
" আপনাদের চলনবিল তো খুব বিখ্যাত , সেখানে বেড়ানো অনেক মজা হবে। " He বলল।
" অবশ্যই এটি আমাদের দেশের সব চেয়ে বড় চলনবিল" আমি উত্তর দিলাম।
পরের দিন সকালে উঠে বাবুলদের আম বাগান , খেজুর বাগান , ও সবজির ক্ষেত ঘুরে বেড়ালাম। খেজুর বাগান আমাকে খুব আকর্ষিত করেছিল। তারা সবজির ক্ষেতে ঢেঁড়স , পটল ও আলু চাষ করেছিল . আম বাগানে উন্নত প্রজাতির আম ধরেছে। বাবুল কয়েকটি আম পেরে এনে আমায় দিল। আমি বাবুল কে বললাম,
"আম গুলো তো মিষ্টি।"
"এর চেয়ে বেশি মিষ্টি আমও আছে কিন্তু পেকে যায় নি। " বাবুল উত্তর দিলো।
"কি দুর্ভাগ্য আমার" , আমি বললাম।
"যখন ঐ মিষ্টি আম গুলো পেকে যাবে তখন আমি মেসে নিয়ে যাব , তখন খাইয়ো। " বাবুল বলল।
বাবুলের সাথে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলো ঘুরে দেখলাম। এরপর আখ ক্ষেতে গেলাম। তারা প্রচুর আখ চাষ করেছে। গ্রামের কেউ কেউ আখ থেকে রস বেড় করে চুলায় রান্না করছে আখের গুঢ় বানানোর জন্য। খুব সুন্দর দৃশ্য , আগে দেখি নাই।
দিনটি শেষ হল , রাতে পর্যাপ্ত ঘুম হল . সকালে ঘুম থেকে উঠেই বাবুলকে বললাম ,
"বন্ধু এখন চলে যেতে হবে মেসে। "
"আমাকেও যেতে হবে ,.সামনে পরিক্ষা ,অনেক পড়তে হবে." বাবুল উত্তর দিল।
আমরা সকালের নাস্তা শেষ করে সবাইকে বিদায় দিয়ে রওয়ানা হলাম। বাবুলের মা আমাকে যেতে দিতে চায়নি। আরো দু এক দিন থাকার জন্য অনুরোধ করেছিল কিন্তু আমাদের যেতে হবেই। যখন তাদেরকে ছেড়ে চলে আসছিলাম তখন আমার খুব খারাপ লাগছিল , বাবুলের পরিবার ও গ্রামে খুব সুন্দর। বাবুল আমাকে খাওয়ানোর জন্য ১৪-১৫ দিন পর মিষ্টি আমগুলো নিয়ে মেসে এসেছিলো যখন সে আবার বাড়িতে গিয়েছিলো। আমগুলো খাওয়ার পর আমি অবাক হয়েছিলাম।
Thanks for reading
Best regards @momins
hello @momins.
A few important points about your submission
This is your 3rd submission to The Ink Well in the space of 2 days. Our curators are volunteers with limited time available to them. We cannot guarantee that your stories will all be read if you continue to post prolifically.
You have still not supported any other writers from the community despite our requests for you to do so.
Your story is also a piece of non-fiction, not creative non-fiction. We do not see a a story or character arc, nor do we see a conflict and resolution, within this piece. Creative non-fiction consists of true stories told well. It is when an author uses the elements of good fiction to deliver a story from their life. Non-fiction is purely a factual account of an experience or event without showing us how the experience or event changed the main character over time.
You have not dropped a link to your submission in the comments of the relevant Ink Well Prompt post so we are not aware of which prompt you are responding to with this story.
You will not be curated if you are not going to be a supportive member of the community or if you do not participate within the parameters of our rules and guidelines.
Here are a few important points to note that you should already have gleaned from reading our guidelines.
Be sure to read The Ink Well community rules at the top of the community home page, and check out our FAQ about The Ink Well.
We accept two kinds of short stories in The Ink Well: fictional stories and creative nonfiction stories. We are all about quality, and we expect writers to carefully review their work before posting. Not doing so will result in low curation rewards or posts being ignored. You can see our article on checking your posts for grammar here.
You can find some great articles on story writing in our catalog of storytelling tips. This includes details on scene setting, character development, conflict and resolution, story and character arcs, and how to write great dialogue that moves a story forward.
You can find information about what we are looking for in creative nonfiction stories in this post.
And please be sure to engage in the community by reading and commenting on the work of other community members. We ask everyone who posts in The Ink Well to read and comment on at least two other stories for each one published.
I have voted on 4 posts today in this community. There is a lot to learn. I am learning. I am failing again and again. I will try again. I do not comment on posts in this community, I did not know the rules either. I will try to write better stories. Your community support is commendable.
You have mentioned a couple of times now that you have read the rules and then later said that you did not know the rules. Our rules are very clear. Please ensure that you read through them all very carefully before you post another story in the community. Voting alone is insufficient. Support requires genuine engagement. Please also avail yourself of the many articles in The Ink Well on how to improve the various elements of fiction writing. We are very inclined to support and guide our writers when we can see that they have a genuine desire to improve their writing and are putting in the effort to show what they have learned each week 🙂