আসসালামুআলাইকুম আমার প্রিয় বন্ধুগণ।
সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
আজকের চিত্রাংকনের মূল বিষয় হচ্ছে জ্যোৎস্না রাতে আকাশে চাঁদের সাথে তারার মেলা।
পুরো আকাশ জুড়ে খুব সুন্দরভাবে পূর্ণ চাঁদ উঠেছে এবং তার পাশে হাজার হাজার তারা উঠেছে এই রকম একটি দৃশ্য আমি আপনাদের সামনে পেইন্টিং করে দেখালাম।
চলুন তাহলে আমার প্রয়োজনীয় উপকরনসমূহ নিম্নে ছবির মাধ্যমে দেখে নিন-
ড্রয়িং খাতা
জলরং
তুলি
পানি
প্রথম ধাপ
প্রথমত আমি রঙ নিয়ে নিলাম, একটি ট্রের মধ্যে আমি নীল,গাঢ় নীল আর আকাশী রং নিয়ে নিলাম।
রঙ গুলো নিয়ে আমি অবশ্যই পানি দিয়ে মিশ্রিত করে নিলাম খাতার মধ্যে রং করার জন্য।
দ্বিতীয় ধাপ
এরপরে আমি খাতার উপরের অংশ থেকে গাঢ় নিল রং করা শুরু করলাম। উপরের দিক থেকে নিচের দিকে গাঢ় নীল রং করতে থাকলাম।
তৃতীয় ধাপ
উপরের দিকে গাঢ় নীল রং করার পর আমি তার নিচে নীল রং করা শুরু করে দিলাম। এক্ষেত্রে আমি উপরে রঙের সাথে নিচের নিয়মটি মিশ্রিত করে দিলাম।
চতুর্থ ধাপ
তারপর একেবারে নিচের অংশের রঙ করার পালা এক্ষেত্রে আমি আকাশী রং নিয়ে নিলাম এবং নিচের দিকে রং করা শুরু করলাম।
আমি এখানে তিন ধরনের রঙ ব্যবহার করে নিলাম।আকাশের উপরের দিক থেকে নিচের দিকে গাঢ় থেকে হালকা রং বোঝাতে রং করলাম। প্রথমবার যেহেতু রঙটা করেছি সে ক্ষেত্রে এটি একটু হালকা রঙের হয়েছে। তাই আমি আবারও রঙ করে নিলাম, যাতে একটু উজ্জ্বল হয়।
পঞ্চম ধাপ
আকাশের রং করার সম্পূর্ণ হয়ে গেলে আমার কাজ হলো নিচের দিকের কিছু গাছ একে নেয়া। এজন্য প্রথমে আমি কালো রঙ নিয়ে নিলাম তুলির মধ্যে।
তারপরে কালো রং দিয়ে খাতার নিচের দিকের অংশ থেকে কিছুটা অংশ কালো রং করে দিলাম যাতে এখানে পাহাড় বোঝানো যায়।
ষষ্ঠ ধাপ
এরপর আমি পাহাড়ের উপরে কিছু গাছ একে নিলাম। আমি কয়েকটি গাছ একে নিলাম এক্ষেত্রে আমি কালো রঙ ব্যবহার করেছি।
সপ্তম ধাপ
এরপরে আকাশে একটি চাঁদ একে নিব, এজন্য সাদা রং ব্যবহার করেছি। তুলিতে সাদা রং দিয়ে আমি সম্পুর্ন চাঁদটি গোল করে একে নিয়েছে।
অষ্টম ধাপ
তারপর আকাশে কিছু তারা একে নিব, এজন্য আবারও তুলিতে সাদা রঙ নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চাঁদের পাশে ছোট বড় করে কিছু ফোটা দিয়ে তারা একে নিলাম।
নবম ধাপ
সর্বশেষ জ্যোছনা বোঝানোর জন্য আকাশী রং দিয়ে চাঁদের পাশে কিছুটা উজ্জ্বলতার জন্য আশেপাশে সাদা আভা পেইন্ট করে নিলাম।
প্রিয় বন্ধুগণ দেখলেন তো, আমার পেইন্টিং করা শেষ হয়ে গেল। আজকে অনেক দিন পর এমন একটি পেইন্টিং করলাম।
জ্যোছনা রাতে তারা ভরা আকাশের নিচে পাহাড়ে কিছু গাছ অন্ধকারাচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। এমন একটি পেইন্টিং করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল,আজকে এটি করতে পারলাম।
আমার করা পেইন্টিং এর সাথে একটি সেলফি
আশা করি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে আমার আজকের পেইন্টিং। সবার মতামতের অপেক্ষায় রইলাম, সবাইকেই অনেক ধন্যবাদ।
"ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ"
ফটোগ্রাফার | @bristy1 |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |
Beautiful silhouette.