জ্যোছনা রাতে আকাশে তারার মেলা, জলরঙে আঁকা পেইন্টিং

in Sketchbook3 years ago

আসসালামুআলাইকুম আমার প্রিয় বন্ধুগণ।

সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW8j1DAfw8TDqBAreM4kAzGTsSDxbgqLKBxBNPvVejdZiksdLrQKL47u28RvWFRnwQ5AYo1HybqRdm5xPdifiMsFf5Q.jpg

আমার প্রিয় শখ হল পেন্টিং করা। আমি প্রায়ই এটি করে থাকি। আমার সব চেয়ে পছন্দের কাজ হলো জল রং দিয়ে পেইন্টিং করা।পূর্বে কখনো তেমনভাবে করা হয়নি তবে বর্তমানে আমি অনেকগুলো পেইন্টিং করেছি যার মধ্যে আমি জল রং ব্যবহার করেছি। সত্যিই অনেক ভালো লাগে এগুলো করতে। আমি সবসময়ের মতোই আজকেও আমার করা পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম

আজকের চিত্রাংকনের মূল বিষয় হচ্ছে জ্যোৎস্না রাতে আকাশে চাঁদের সাথে তারার মেলা।

পুরো আকাশ জুড়ে খুব সুন্দরভাবে পূর্ণ চাঁদ উঠেছে এবং তার পাশে হাজার হাজার তারা উঠেছে এই রকম একটি দৃশ্য আমি আপনাদের সামনে পেইন্টিং করে দেখালাম।

Image_1635519244.jpg

চলুন তাহলে আমার প্রয়োজনীয় উপকরনসমূহ নিম্নে ছবির মাধ্যমে দেখে নিন-

  • ড্রয়িং খাতা
  • জলরং
  • তুলি
  • পানি

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211029212855277.png

প্রথম ধাপ

প্রথমত আমি রঙ নিয়ে নিলাম, একটি ট্রের মধ্যে আমি নীল,গাঢ় নীল আর আকাশী রং নিয়ে নিলাম।

রঙ গুলো নিয়ে আমি অবশ্যই পানি দিয়ে মিশ্রিত করে নিলাম খাতার মধ্যে রং করার জন্য।

Image_1635434629.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি খাতার উপরের অংশ থেকে গাঢ় নিল রং করা শুরু করলাম। উপরের দিক থেকে নিচের দিকে গাঢ় নীল রং করতে থাকলাম।

2021-10-29_21.03.04.jpg

তৃতীয় ধাপ

উপরের দিকে গাঢ় নীল রং করার পর আমি তার নিচে নীল রং করা শুরু করে দিলাম। এক্ষেত্রে আমি উপরে রঙের সাথে নিচের নিয়মটি মিশ্রিত করে দিলাম।

2021-10-29_21.11.11.jpg

চতুর্থ ধাপ

তারপর একেবারে নিচের অংশের রঙ করার পালা এক্ষেত্রে আমি আকাশী রং নিয়ে নিলাম এবং নিচের দিকে রং করা শুরু করলাম।

2021-10-29_21.13.38.jpg

আমি এখানে তিন ধরনের রঙ ব্যবহার করে নিলাম।আকাশের উপরের দিক থেকে নিচের দিকে গাঢ় থেকে হালকা রং বোঝাতে রং করলাম। প্রথমবার যেহেতু রঙটা করেছি সে ক্ষেত্রে এটি একটু হালকা রঙের হয়েছে। তাই আমি আবারও রঙ করে নিলাম, যাতে একটু উজ্জ্বল হয়।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211029211555112.png

পঞ্চম ধাপ

আকাশের রং করার সম্পূর্ণ হয়ে গেলে আমার কাজ হলো নিচের দিকের কিছু গাছ একে নেয়া। এজন্য প্রথমে আমি কালো রঙ নিয়ে নিলাম তুলির মধ্যে।

Image_1635434934.jpg

তারপরে কালো রং দিয়ে খাতার নিচের দিকের অংশ থেকে কিছুটা অংশ কালো রং করে দিলাম যাতে এখানে পাহাড় বোঝানো যায়।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_202110292118226.png

ষষ্ঠ ধাপ

এরপর আমি পাহাড়ের উপরে কিছু গাছ একে নিলাম। আমি কয়েকটি গাছ একে নিলাম এক্ষেত্রে আমি কালো রঙ ব্যবহার করেছি।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211029212014153.png

সপ্তম ধাপ

এরপরে আকাশে একটি চাঁদ একে নিব, এজন্য সাদা রং ব্যবহার করেছি। তুলিতে সাদা রং দিয়ে আমি সম্পুর্ন চাঁদটি গোল করে একে নিয়েছে।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211029212130646.png

অষ্টম ধাপ

তারপর আকাশে কিছু তারা একে নিব, এজন্য আবারও তুলিতে সাদা রঙ নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চাঁদের পাশে ছোট বড় করে কিছু ফোটা দিয়ে তারা একে নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211029212232952.png

নবম ধাপ

সর্বশেষ জ্যোছনা বোঝানোর জন্য আকাশী রং দিয়ে চাঁদের পাশে কিছুটা উজ্জ্বলতার জন্য আশেপাশে সাদা আভা পেইন্ট করে নিলাম।
Image_1635519171.jpg

Image_1635519288.jpg

Image_1635519258.jpg

প্রিয় বন্ধুগণ দেখলেন তো, আমার পেইন্টিং করা শেষ হয়ে গেল। আজকে অনেক দিন পর এমন একটি পেইন্টিং করলাম।
Image_1635519244.jpg

জ্যোছনা রাতে তারা ভরা আকাশের নিচে পাহাড়ে কিছু গাছ অন্ধকারাচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। এমন একটি পেইন্টিং করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল,আজকে এটি করতে পারলাম।
Image_1635519310.jpg

আমার করা পেইন্টিং এর সাথে একটি সেলফি

Image_1635519405.jpg

আশা করি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে আমার আজকের পেইন্টিং। সবার মতামতের অপেক্ষায় রইলাম, সবাইকেই অনেক ধন্যবাদ।

"ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ"

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Beautiful silhouette.