আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একটি দৃশ্য। আমার হাতে অঙ্কন করা পেন্সিল ড্রয়িং। এটি একটি গ্রামের দৃশ্য।
![]() |
---|
- পেন্সিল
- রাবার
- খাতা
![]() |
---|
- প্রথম ধাপে আমি ঘরের ছাউনীর কিছু অংশ অঙ্কন করি এবং গরুর গাড়ির চাকা এবং উপরের ছাউনি কিছুটা অঙ্কন করি।
![]() |
---|
দ্বিতীয় ধাপে গরুর গাড়ি সম্পূর্ণ অঙ্কন করি। অংকন করার সময় মাঝেমাঝে আঁকাবাঁকা হয়ে যায় তখন আবার রাবার্তের মাধ্যমে মুছে দিয়ে আবার পুনরায় অংকন করি।
এরপর গরুর আকৃতি বা অঙ্কন দেওয়ার চেষ্টা করি, চেষ্টা করতে করতে অবশেষে গরুর প্রতিচ্ছবি অংকন করা হয়ে গেল।
গরুর গাড়ির সামনে দিয়ে একটি লোক মাথায় করে কি যেন নিয়ে যাচ্ছে? এমন দৃশ্য অংকন করে দিলাম। এটি হচ্ছে একটি গ্রামের রাস্তা।
![]() |
---|
সেই প্রথম ধাপে যে ঘর অঙ্কন করেছিলাম তার পিছনে এখন কলা গাছের পাতা অঙ্কন করে দিলাম। দেখে মনে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে।
এখন পেছন দিয়ে একটি বটগাছ অঙ্কন করতে হবে তার জন্য সাইড দিয়ে হালকা করে ছোট ছোট ছোট ছোট ঘাস লতাপাতা দিয়ে সেখান দিয়ে কিছু জায়গা তৈরি করা হয় সৌন্দর্য বর্ধনের জন্য।
![]() |
---|
চতুর্থ ধাপে সেই বটগাছ অংকন সম্পূর্ণ করার জন্য পেন্সিল ব্যবহার করা হচ্ছে। আস্তে আস্তে দাগ দিয়ে দিয়ে সুন্দর একটি বটগাছ তৈরি করলাম এবং নিজ দিয়ে হালকা করে ছায়া যুক্ত করে দিলাম।
বট গাছের পেছন দিয়ে সৌন্দর্য তৈরি করার জন্য সেখান দিয়েও কিছু গাছগাছালি লাগানো হলো এবং দুটি তালগাছ লাগানো হয়েছে।
![]() |
---|
অংকন করার পরে আবারো পর্যবেক্ষণ করলাম কোথাও ভুল হয়েছে কিনা কিংবা আরো সৌন্দর্য করা যায় কিনা। সবকিছু দেখার পরে যখন মনে হল এখন ঠিকঠাক হয়েছে সম্পূর্ণ। তখনই এই অংকন করার খাতার মধ্যে আমার সিগনেচার দিয়ে দিলাম।
এই অংকনটি করেছিলাম গতকাল যে কারণে তারিখ ওই দিনেরই দিয়েছি। দুর্ভাগ্যবসদ যেদিন অংকন করলাম সেই দিন এই পোস্ট কিংবা এই অংকনটি আপনাদের সাথে ভাগ করতে পারলাম না, তার পরের দিন অর্থাৎ আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
My dear well wishers hope you all are well and healthy.
Today I will present you a scenario. My hand drawn pencil drawing. This is a village #scene.
![]() |
---|
- Pencil
- Rubber
- Ledger
![]() |
---|
- In the first step I draw some parts of the roof of the house and a bit of the bullock cart wheels and the upper canopy.
![]() |
---|
In the second step, complete drawing of the bullock cart. Sometimes it gets crooked while drawing, then I erase it again with Robert and redraw it again.
Then I tried to give the shape or drawing of the cow, while trying, finally the image of the cow was drawn.
In front of the cattle cart, a man is carrying what? I drew such a scene. This is a village road.
![]() |
---|
Behind the house that I drew in the first step, I now draw the leaves of the banana tree. Looks like beauty is on the rise.
Now we have to draw a banyan tree from the back, for that, lighten the sides and make some space with small grass leaves to enhance the beauty.
![]() |
---|
The fourth step is using pencil to complete the banyan tree drawing. I slowly made a beautiful banyan tree with spots and added light and shadows myself.
To create beauty behind the banyan trees some trees have been planted there too and two palm trees have been planted.
![]() |
---|
After drawing, I observed again whether there was a mistake or whether it could be made more beautiful. After seeing everything, when it seems that it is now complete. That's when I gave my signature in this drawing book.
I made this drawing yesterday, which is why I gave the date of that day. Unfortunately, I could not share this post or this drawing with you on the day I drew it, but the day after that, I am sharing it with you today.
Device | Name |
---|---|
Android | Tecno Spark 7 |
Camera | 16M Dual camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @jakaria121 |
Congratulations @jakaria121! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
Your next payout target is 50 HP.
The unit is Hive Power equivalent because post and comment rewards can be split into HP and HBD
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Check out our last posts:
Okay.