THE DIARY GAME : 03-08-2020 / MONDAY

in OCD5 years ago

আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন । THE DIARY GAME এ সবাইকে পোস্ট করতে দেখে আমারো ইচ্ছে জাগলো পোস্ট করতে। তাই আমার প্রথম টা দিয়ে শুরু করলাম। তাহলে আমার আজকের দিন সম্পর্কে বিস্তারিত বলা যাক ।

ashik1.jpg

আজকে আমি সকাল ৪ টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠার পর অজু করে ফজরের সালাত আদায় করি । তারপর আমার কম্পিউটর চালু করে কিছুক্ষণ ফেসবুক ব্রাউস করি এবং গেম খেলি। আমি Assassin's Creed IV: Black Flag গেমটি খেলেছি।

2020.08.0321.59.png

2020.08.0321.59_01.png

তারপর আমি আবার ঘুমিয়ে যাই। কারণ আমার ঘুম সম্পুর্ণ হয় নি । তারপর আমি সকাল ৯ টায় আবার ঘুম থেকে উঠি । ঘুম থেকে উঠে আমি ফ্রেস হয়ে সকালের খাবার খেয়ে নেই। সকালে খাবারের তালিকায় ভাত ,আলু ভাজি এবং হাঁসের মাংস ছিলো । খাওয়া শেষে আমি আমার আম্মুর কাজে সাহায্য করি । তারপর আমার ভাগিনার সাথে খেলা করি । তারপর গোসল করে যোহরের সালাত আদায় করে নেই। এরপর দুপুরের খাবার শেষ করি। দুপুরের খাবারের তালিকায় ভাত, আলু ভাজি ও ডিম ছিলো। খাওয়া শেষে একটা সিরিজ আরতুগোল দেখি।

Screenshot 7.png

দেখা শেষে আবার কম্পিউটারে গেম খেলি।

2020.08.0322.00.png

এরপর আছরের সালাত আদায় করে বাজারে যাই কিছু জিনিস কিনতে। বাজার থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আম্মুর কাজে সাহায্য করি। তারপর মাগরিবের সালাত আদায় করে কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজিং করি। তারপর রাতের খাবার খেয়ে নেই। রাতে ভাত আর গরুর মাংস খাই। এর পর এশার সালাত আদায় করে ওয়ি পোস্টটি লিখতে বসেছি।

আমি আমার এক কাছের ছোট ভাই @ak-nirob এর কাছে থেকে এটার কথা জানতে পারি। সে আমায় ফেসবুকে বলে পোস্ট করতে।

এই ছিলো আমার আজকের দিনের বিবরণ। সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।

Thanks to @toufiq777 to help us

© All Of These Pictures Are Originally Taken By Myself.


About Me

Name:Ashik
Age:20
Occupation:Student
Location:Bangladesh

Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on hive. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.

received_272254737387979.png

Thank You

ASHIK