THE DIARY GAME : 04-08-2020 / TUESDAY

in OCD5 years ago

আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন । THE DIARY GAME এ এটা আমার ২য় পোস্ট । আসুন তাহলে আমার ২য় দিনের কার্যক্রম বিস্তারিত বলা যাক ।


steemittemplate.jpg

আজকে আমি সকাল ৪ টা ১০ মিনিটে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠার পর অজু করে ফজরের সালাত আদায় করি । তারপর আমার কম্পিউটর চালু করে কিছুক্ষণ ফেসবুকসহ বিভিন্ন সাইট ব্রাউস করি । আমি একজন Technology lover । তাই সব সময় Technical বিষয় নিয়ে ঘাটাঘাটি করি । অনলাইনে কিছু সময় অতিবাহিত করার পর আমি আবার ঘুমিয়ে যাই । কারণ আমার ঘুম তখনো সম্পুর্ণ হয়নি ।

তারপর আমি সকাল ৮ টা ৪০ মিনিটে আবার ঘুম থেকে উঠি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফ্রেস হয়ে সকালের খাবার খেয়ে নেই । সকালে খাবারের তালিকায় পরোটা ও গরুর মাংস ছিলো । খাওয়া শেষে আমি কম্পিউটার চালু করে ওয়েব ডিজাইনের কিছু কাজ অনুশীলন করি ।

Screenshot 9.png

একটা ওয়েবসাইট ডিজাইন করা শেষ হলে আমি আমার ভাগিনার সাথে কিছুক্ষণ সময় কাটাই ।

Screenshot 10.png


Screenshot 11.png

তারপর গোসল করে যোহরের সালাত আদায় করে নেই। এরপর দুপুরের খাবার শেষ করি। দুপুরের খাবারের তালিকায় ভাত, মাছ ও গরুর মাংস ছিলো। খাওয়া শেষে একটা সিরিজ আরতুগোল দেখি । এরপর আমি আছরের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমার এক বন্ধুর সাথে বাইরে একটু ঘুরতে যাই । দুজনে গ্রাম্য রাস্তার পাশ দিয়ে হেটে হেটে ঘুরি । এরপর একটা ছোট্ট কাল্ভার্টে বসে থাকি এবং কিছু ছবি তুলি ।

new.jpg

ওখানে কিছু সময় গল্প করে আবার হাটা শুরু করি । এরপর মাগরিব এর আজান দিলে দুজনে সালাত আদায় করে নেই । তারপর আমি আমার ভাগিনার জন্য একটা আইসক্রিম ক্রয় করে বাসায় চলে আসি । বাসায় এসে কিছু সময় বিশ্রাম নেই । এরপর আব্বু আমার বাজারে পাঠায় কিছু ঔষধ কর‍্য করার জন্য । আমি বাজারে চলে যাই এবং ঔষধ নিয়ে আবার বাসায় চলে আসি । লোডশেডিং হওয়ার ফলে বাইরে বসে থাকি কারণ রুমের ভিতরে প্রচুর গরম । এরপর বিদ্যুৎ চলে আসে এবং আমি এশার সালাত আদায় করে নেই । সালাত শেষে রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারের তালিকায় ভাত ও গরুর মাংস ছিলো । খাওয়া শেষে আমি কম্পিউটার চালু করে কিছুক্ষণ গেম খেলি । আমি পাবজি মোবাইল গেমটি খেলি । এরপর কম্পিউটার বন্ধ করে বিছানা গুছিয়ে মশারি টানিয়ে নেই এবং ঘুমিয়ে যাই ।

তো এই ছিলো আমার আজকের দিনের বিবরণ। সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।

Thanks to @toufiq777 to help us

© All Of These Pictures Are Originally Taken By Me And My Friend.


About Me

Name:Ashik
Age:20
Occupation:Student
Location:Bangladesh

Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.

received_272254737387979.png

Thank You

ASHIK