আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । THE DIARY GAME এ এটা আজ আমার ৬ষ্ঠ পোস্ট । আজকের দিনটি অনেক ব্যস্ততা এর মধ্যে কেটেছে । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
আজকে আমি ভোর ৩ টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠার পর অজু করে এসে আজানের অপেক্ষা করি । আজান দেয়ার পর আমি ফজরের সালাত আদায় করি । এরপর আমি আবার ঘুমিয়ে যাই । কারণ তখন আমার আমার ঘুম পরিপুর্ণ হয় নি । প্রচুর ঘুম পাওয়ার ফলে আমি ঘুমিয়ে যাই । তারপর আমি সকাল ৭ টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে হাত মুখ ধুয়ে নেই । তারপর সকালের খাওয়া শেষ করি । সকালের খাবারের তালিকায় ভাত ও মাছ ছিলো । খাওয়া শেষে আমি বগুড়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেই । আমার এক খালাতো ভাই এর জন্য কম্পিউটার কেনার জন্য বগুড়া যাই । ভাই এসে আমায় বাসা থেকে নিয়ে যায় । আমরা সিএনজি অটোরিকশা তে করে যাই । আমাদের সাথে ভাইয়ের এক বন্ধুও যায় । বগুড়া পৌছে আমরা কম্পিউটার মার্কেটে যাই । সেখানে গিয়ে আমাদের বাজেট অনুযায়ী কাঙ্খিত কনফিগারেশন এর পিসি বিল্ট করতে দেই ।
পিসি এর কনফিগারেশন হলোঃ
processor : AMD Ryzen 3 3200G.
Ram : 8gb DDR4.
SSD : 120gb.
HDD : 500gb.
Monitor : Hp 18.5".
দোকানদার আমাদের বললো বিল্ট করতে ১ ঘন্টার মতো সময় লাগবে । তাই এই ফাকে আমরা একটু বাইরে গিয়ে ঘুরি এবং দুপুরের খাবার খেয়ে নেই । খাওয়া শেষে আমরা আবার দোকানে যাই । গিয়ে দেখি তারা পিসি প্রস্তুত করে রাখছে । আমরা পিসি টা চালু করে দেখে নেই সব ঠিক আছে কিনা । তারপর বিল পরিশোধ করি । মোট পিসি এর দাম আসছে ২৯৪০০ টাকা । টাকা দেয়া শেষ হলে আমরা বাসার দিকে রওনা দেই । আমি ভাইয়ের বসায় গিয়ে সব কিছু সেটাপ দিয়ে কম্পিউটার চালু করে দেই ।
এবং কিছু প্রয়োজনীয় সফটওয়ার ইন্সটল করে দেই । আমার খালামনি আমাদের রাতের খাবার খেয়ে যেতে বলে । তাই সেখানে আমি খেয়ে নেই । তিনি পোলাও ও খাসির মাংস রান্না করেছিলেন । খাওয়া শেষে আমি বাসায় চলে আসি । এবং ফ্রেস হয়ে একটু বিশ্রাম নেই । তারপর আম্মু একটু সেমাই নিয়ে আসে আমার জন্য । আমি সেমাই খেয়ে কম্পিউটার চালু করে এই পোস্ট টি লিখতে বসেছি । লিখা শেষ হলে পোস্ট পাবলিশ করে কম্পিউটার বন্ধ করে ঘুমিয়ে যাবো । কারণ আজ খুব ক্লান্ত আমি । তো এভাবেই ব্যস্ততার ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।
@toufiq777 ভাইকে ধন্যবাদ এমন একটি সুন্দর ইভেন্টের আয়োজন করার জন্য ।
© All Of These Pictures Are Originally Taken By Myself.
About Me
Name: | Ashik |
---|---|
Age: | 20 |
Occupation: | Student |
Location: | Bangladesh |
Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.