আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রহিম
আমার নাম :ইকবাল মাহমুদ ভূইয়া (নোবেল)
বাবার নাম :সারওয়ার উদ্দিন ভূইয়া(মৃত)
মায়ের নাম :সামচু্ন্নাহার
আমরা ভাইবোন ৫জন
আমি বিবাহিত
আমার একজন পুএ সন্তান আছে(আলহামদুলিল্লাহ)
আমার পরিবারের সদস্য ৫জন যা নিয়ে আলহামদুলিল্লাহ সুখে আছি।
আমার গ্রামের বাড়ি নোয়াখালী (বাংলাদেশ)
বর্তমানে ওমানে অবস্থান করছি
পড়াশোনা (education)
আমার পড়াশোনার যোগ্যতা নিয়ে বলতে চাই
আমি SSC শেষ করি নাটেশ্বর আবুল খায়ের স্কুল থেকে
HSC দেই চৌমুহনী S.A কলেজ থেকে
BBA পড়াশোনা করি কবি নজরুল কলেজ&বিশ্ব বিদ্যালয়ে।কিন্তু 3rd year পর পড়াশোনা শেষ করা হয়নি।কারন ছিল পরিবারের বড় ছেলে বলে কথা।আলহামদুলিল্লাহ যতটুকু পড়াশোনা করেছি তা দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার যোগ্যতা হয়েছে।
পেশা ও ব্যবসা(job&business)
আমি একজন ব্যবসায়ি।২০১৭ সালে বাবার অর্থয়ানে ওমানে নিজের ব্যবসায় স্থাপন করি।
কাজের যোগ্যতা হিসাবে আমি একজন মোবাইল মেকানিক (hardware &software)
আমি বর্তমানে নিজের দোকানে নিজের ব্যবসায় করছি যা ওমানে অবস্থিত।আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই চলছে।
আমি HIVE SITE তে নতুন আসছি
এর কারন হল আমার জীবনের বড় একটা সখ হল ফোটোগ্রাফি করা।আর সাথে যদি কিছু আয় হয় তাহলে আরো ভালো হয়।এই চিন্তা নিয়ে অনেক দিন পর এক বড় ভাইয়ের সহযোগিতা এই SITE আসি।আলহামদুলিল্লাহ আমি এইখানে আসা করি নিজের সখ ও সপ্ন দুটোই পুরন করতে পারবো