[Eng/Ban] Shadow photography collected while traveling on a paddy field yesterday

in Shadow Hunters3 years ago


ENGLISH


Collection shadow photography while traveling



Hello friends, I hope you are all well. Unlike everyday, I often present new shadows and reflection photography to your community. Today I will share with you a short travel story. We have a lot of paddy lands in Bangladesh and those lands are located in villages. I have traveled this land to the village. I have collected some shadow pictures from there.

20220213_155746.jpg

20220213_155732.jpg

First I will show you that there is a beautiful palm tree in the land. I went to the palm tree because the palm tree looked so beautiful from a distance. We went on a trip with three girlfriends. We took several pictures of the palm tree because the palm tree looked good and the shade of the palm tree fell on the ground. Paddy is being planted in the land at present. These paddy will grow and crop will be available from there.

20220213_155937.jpg

When these rice plants are very large and yellow colored rice can be seen there, it will be very nice to see the green yellow ceremony from a long distance. This is why our Bangladesh is called Golden Bangladesh. The color of rice and the color of gold are the same, that is why our Bangladesh is called Golden Bangladesh. We are proud that we were born in Bangladesh and we have very beautiful vegetable land in our country. Today I visited a very large paddy field in a beautiful rural environment. All of us who are involved in this journey are very happy. And soon the paddy will be big then I will come to visit here again. Of course I will present to you my travel story.

Some shadow photography

20220213_155921.jpg

20220213_155922.jpg

We were moving through the land. I mean we collected some shadow pictures while we were traveling the land. If you look at the pictures, you will understand that there is a smooth road in the middle of the land. Which are very thin, only one person can move here. There the three of us stood together and created beautiful shadow photography. Then collected with mobile.

20220213_155925.jpg

20220213_155926.jpg

When I go on a trip. Then I collect different types of photography. I spend most of my time traveling to collect new and creative photography. I present to you by collecting such different types of creativity photography. If you like the pictures, please let me know in the comments. Next time I will come back to you with new photography.

20220213_155929.jpg

Now in the picture you will see what it looks like to walk around the land. Small rice seedlings have been planted and watered several days ago. Now the surrounding environment feels very cold at night as water has been provided. However, when it gets hot in a few days, the feeling of cold will go away.

I have been writing among you for a long time, if you like it, please comment. Mistakes will be forgiven. All will be well, thank you. I will come back to you later with a new post.



বাংলা


ভ্রমণ করতে গিয়ে সংগ্রহ ছায়ার ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। প্রতিদিনের মতো নয় আমি প্রায়ই আপনাদের কমিউনিটি তে নিত্যনতুন ছায়া এবং রিফ্লেকশন ফটোগ্রাফি উপস্থাপন করি। তার সঙ্গে আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভ্রমণ গল্প শেয়ার করব। আমাদের বাংলাদেশে অনেক ধানের জমি আছে এবং সেগুলো জমি গ্রামে অবস্থিত। গ্রামে গিয়ে এই জমি আমি ভ্রমণ করেছি। সেখান থেকে কিছু ছায়ার ছবি সংগ্রহ করেছি।

20220213_155746.jpg

20220213_155732.jpg

প্রথমে আমি আপনাদের দেখাবো জমির মধ্যে সুন্দর একটি তালের গাছ আছে। তালের গাছটি অনেক দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল বলে আমি তালের গাছের কাছে গিয়েছি। আমরা তিনজন বান্ধবী মিলে সেখানে ভ্রমণ করতে গিয়েছিলাম। তালগাছটি ভালো লাগছিল বলে আমরা তালের গাছের বেশ কয়েকটি ছবি তুলেছি এবং তালের গাছের ছায়া জমিতে পড়েছে। জমিতে বর্তমানে ধান রোপন করা হচ্ছে। এই ধানগুলো বড় হবে এবং সেখান থেকে ফসল পাওয়া যাবে।

20220213_155937.jpg

যখন এই ধানের গাছ গুলো অনেক বড় হবে এবং সেখানে হলুদ কালার ধান দেখা যাবে, তখন অনেক দূর থেকে সবুজ হলুদের সমারোহ দেখতে খুবই সুন্দর লাগবে। আমাদের বাংলাদেশকে এই কারণে সোনার বাংলাদেশ বলা হয়। ধানের কালার এবং সোনার কালার একই, এজন্য আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। আমরা গর্বিত যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আর আমাদের দেশে খুব সুন্দর সুন্দর সবজি জমি আছে। আজকে আমি গ্রাম্য পরিবেশে সুন্দর একটি অনেক বড় ধানের জমি ভ্রমণ করলাম। আমরা যারা এই ভ্রমণের সঙ্গে জড়িত আছি তারা সবাই খুবই আনন্দ পেয়েছি। এবং খুব শীঘ্রই ধানগুলি বড় হবে তখন পুনরায় এখানে ভ্রমণ করতে আসব। অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করবো আমার ভ্রমণ গল্প।

কিছু ছায়া

20220213_155921.jpg

20220213_155922.jpg

আমরা জমির মধ্যে চলাচল করছিলাম। মানে যখন আমরা জমি ভ্রমণ করছিলাম তখন আমরা কিছু ছায়ার ছবি সংগ্রহ করেছি। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জমির মাঝখান দিয়ে চিকন চিকন রাস্তা আছে। যেগুলো খুবই চিকন এখানে শুধু একজন মানুষ চলাফেরা করতে পারবে। সেখানে আমরা তিনজন একসঙ্গে দাঁড়িয়ে সুন্দর ছায়ার ফটোগ্রাফির তৈরি করে। তারপর মোবাইল দিয়ে সংগ্রহ করা হয়েছে।

20220213_155925.jpg

20220213_155926.jpg

যখন আমি ভ্রমণ করতে যাই। তখন বিভিন্ন ধরনের ফটোগ্রাফি সংগ্রহ করি। নিত্যনতুন এবং ক্রিয়েটিভ ফটোগ্রাফি সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে আমি বেশিরভাগ সময় ভ্রমণ করতে যাই। এরকম বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি ফটোগ্রাফি সংগ্রহ করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। ছবি গুলো ভাল লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আমি আবার আপনাদের মাঝে নিত্যনতুন ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হব।

20220213_155929.jpg

এবার ছবিতে আপনারা দেখতে পাবেন জমির মধ্যে দিয়ে চলার পথে চতুর্পাশে জমিগুলো দেখতে কেমন লাগছে। ছোট ছোট ধানের চারা রোপণ করা আছে এবং সেখানে পানি দেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগে। পানি দেওয়া হয়েছে বলে এখন আশেপাশের পরিবেশ রাতের বেলা খুবই ঠাণ্ডা লাগে। তবে কিছুদিনের মধ্যে গরম পড়বে তখন ঠান্ডা ভাব দূর হবে।

আপনাদের মাঝে অনেকক্ষণ লেখালেখি করলাম, ভাল লাগলে কমেন্ট করবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন, ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে উপস্থিত হব।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Picsart