হ্যালো বন্ধুরা,
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনারা নিয়মগুলো মেনেই আমাদের সাথে কাজ করবেন।
১. সর্বপ্রথম বাংলা ব্লগ কমিউনিটি Subscribe করুন। এরপর আমাদের Discord গ্রুপে Join করুন। Discord গ্রুপে Join করতে বলার একমাত্র কারণ বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার সকল প্রকার সমস্যার সমাধান প্রদান করা হয়।
২. শুধুমাত্র বাংলাভাষা ছাড়া অন্য কোন ভাষায় পোষ্ট করা যাবেনা।
Note : যেমন রোমান হরফে (ami chobi tulte khub valobashi) এইভাবে লেখা সম্পুর্ণ নিষিদ্ধ।
৩. আপনার ব্লগটি সর্বনিম্ন ১০০ শব্দের হতে হবে এবং ১০০ শব্দের মধ্যে ৫ টি বানান ভুল হলে তা সহনীয় হবে। এছাড়া যদি ৫ টির বেশি বানান ভুল হয় এবং সেটি যদি আপনি ২৪ ঘন্টার মধ্যে ঠিক না করেন তাহলে আপনার পোষ্টটি মিউট করা হবে।
Note : মিউট করা পোষ্টটি আনমিউট করতে আমাদের Discord গ্রুপে Mute Post Section এ যোগাযোগ করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
৪. আপনার কোন পোষ্ট বা অন্য কারো কমেন্টে কাউকে খারাপ কথা বা গালিগালাজ করা যাবেনা। এছাড়াও রাজনীতি ও ধর্মীয় সংক্রান্ত পোষ্ট ( বিদ্র : ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে Positive পোষ্ট গ্রহনযোগ্য। যেমন কোন ধর্ম অনুষ্ঠানে ঘুরতে গেছেন সেই সম্পর্কে আপনার অভিজ্ঞতা ) এবং ১৮+ কোন পোষ্ট করা যাবেনা। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে গন্য করা হবে।
৫. বাংলা ব্লগে ভেরিফাই হওয়ার জন্য সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোষ্ট করতে হবে। পরিচিতিমূলক পোষ্টে অবশ্যই আপনাকে একটি সাদা কাগজে বাংলা ব্লগ কথাটি লিখতে হবে এবং আপনার Hive Username ও Date এবং সাথে আপনার পুরো নামটি লিখে কাগজটি হাতে ধরা অবস্হায় স্পষ্ট ছবি তুলতে হবে। আপনার লেখাটি যাতে বোঝা যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৬. পোষ্ট করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন, আপনার পোষ্টটি ১০০ শব্দের কম লেখা বা একটিমাত্র ছবি যেন না হয়। কারণ, একটিমাত্র ছবি অথবা ১০০ শব্দের কম লেখাকে Spammer বলে গন্য করা হবে।
৭. পরিচিতিমূলক পোষ্টে আপনার সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। যেমন ( আপনার নাম, বয়স, লেখাপড়া, পেশা, শখ, জাতীয়তা ) অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং #banglablog ও # অবশ্যই Tag Option এ ব্যবহার করতে হবে।
৮. বাংলা ব্লগ একটি Exclusive কমিউনিটি। এখানে করা পোষ্ট আপনি যদি পুনরায় অন্য কোথাও পাবলিশ করেন, তাহলে এই কমিউনিটি থেকে আপনাকে ব্যান করে দেওয়া হবে।
৯. সকলপ্রকার প্রতারণামূলক পোষ্ট, হ্যাকিং, স্ক্যামিং এসবের সাথে জড়িত ব্যক্তীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্হা নেওয়া হবে।
১০. প্রতি ২৪ ঘন্টায় বাংলা ব্লগে ১টি পোষ্ট করতে পারবেন। এছাড়া সপ্তাহে সর্বনিম্ন ২টি পোষ্ট করতে হবে এবং একই পোষ্ট বারবার করা যাবেনা। বারবার করা পোষ্ট Mute করা হবে। এছাড়া অন্য কোথাও করা পোষ্ট পুনরায় করা অথাবা শেয়ার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
১১. শুধুমাত্র নিজের লেখা, ছবি ও ভিডিও ব্যতীত অন্য কোথাও থেকে বা কারো পোষ্ট থেকে নিয়ে নিজে পোষ্ট করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ( কিন্তু আপনি ফ্রী সাইট থেকে ছবি ডাউনলোড করে সোর্সলিংক ব্যবহার করে আপনার ব্লগে আপলোড দিতে পারবেন )।
১২. যদি অন্যের লেখা এবং ছবি পোষ্ট করেন তাহলে সেটাকে Plagiarism কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে এবং পোষ্টটি Mute করা হবে। একই ভুল বারবার করলে আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হবে।
১৩. এখানে যেগুলো আপনারা পোষ্ট করতে পারবেন। যেমন : বাংলায় লেখা ব্লগ, রেসিপি, ভ্রমণ কাহিনী, ফটোগ্রাফি, ভিডিও, গল্প, কবিতা, ছড়া, আর্ট ইত্যাদি।
১৪. প্রতিটি পোষ্ট করার সময় Tag Option এ #banglablog ট্যাগটি অবশ্যই ব্যবহার করতে হবে।
১৫. শুধুমাত্র পোষ্ট করে আপনার দায়িত্ব ও কর্তব্য শেষ হবে না। কমিউনিটিতে Active থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার নিজের পোষ্টে করা অন্য ব্লগারদের কমেন্ট গুলোর ৩ দিনের মধ্যে রিপ্লে দিতে হবে। প্রতিদিন যতগুলো সম্ভব অন্যের পোষ্ট পড়বেন এবং ভালো লাগলে আপভোট ও কমেন্ট করে সাপোর্ট করবেন। আপনার একটু সাপোর্ট একটি ব্লগারের কাছে বিশাল তাই কখনো এড়িয়ে যাবেননা।উপকারী পোস্টগুলো মাঝে মাঝে আপনার Hive Profile এ শেয়ার করবেন। এছাড়া আমাদের কমিউনিটির সম্মানিত Admin বা Moderator দের সাথে সৌজন্যমূলক আচরণ করবেন এবং আমাদের Discord গ্রুপে Active থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।