আমি যেখানেই যাই চেষ্টা করি সেখানের সৌন্দর্য আর ভ্রমণ নিয়ে একটা ভিডিও বানাতে। গত কিছুদিন আগে আমি এবং আমার বন্ধুরা মিলে একটা নৌ ভ্রমণে গিয়েছিলাম। এই ব্লগটি আমি সেদিন বানিয়েছিলাম। যা আজকে পোস্ট করলাম। লঞ্চ ভ্রমণ আমার কাছে বরাবরই ভালোলাগার এবং আনন্দদায়ক ভ্রমণ। গত ১২ তারিখে মিটফোর্ড এলাকাবাসী কর্তৃক আয়োজিত লঞ্চ ভ্রমণটি তাই মিস দিইনি। অনেক মজার এবং আনন্দের এই ভ্রমণটি ছিলো, আমার কাছে খুবই উপভোগ্য। ভিডিও তে আমি লঞ্চ থেকে চারদিকের সোন্দর্য তুলে ধরতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে। সবাইকে ধন্যবাদ।
I try to make a video about the beauty and travel wherever I go. A few days ago, my friends and I went on a launch trip together. I created this vlog that day. Which I posted today. Launch travel has always been a favorite and enjoyable trip for me. So don't miss the launch trip organized by the Mitford area on the 12th. This trip was so much fun and enjoyable, and of course very enjoyable to me. In this video I have tried to highlight the beauty of the surroundings from the launch. I hope you enjoy watching the video. Thanks everyone.
▶️ 3Speak