বলা হয়ে থাকে সময় এবং পরিস্থিতি সব সময় একই রকম অবস্থায় গতিশীল থাকে না। নানা কারনে সময় যেমন প্রভাবিত হয় এবং তার সাথে সাথে নানা কারনে আমাদের অবস্থানও পরিবর্তন হয়ে যায়। কিন্তু এটা অস্বীকার করার সুযোগ নেই যে, সময় এবং অবস্থার এই পরিবর্তন জনিত কারনে আমরা মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে হারিয়ে যাই এবং হতাশ হই।
It is said that time and circumstances are not always the same. As time is affected due to various reasons and with it our position also changes due to various reasons. But there is no denying that because of these changes in time and circumstances, we sometimes get lost in the hostile environment and become frustrated.
আর এই রকম পরিস্থিতিতে আমাদের আত্মবিশ্বাস ধরে রাখাটা আমাদের জন্য সবচেয়ে বেশী কষ্টকর হয়ে যায়। আসলে আমরা ভুলে যাই, পৃথিবীকে কোন কিছুর অবস্থানই স্থায়ী নয়। এর শুরু যেমন রয়েছে, ঠিক তেমনি এর শেষও আছে। খারাপ সময় যেমন আসে, ঠিক তেমনি ভালো সময়ও আসবে। কিন্তু এর মাঝেই আমাদের জন্য হয়ে যাবে পরীক্ষা। যারা এই পরিক্ষায় আত্মবিশ্বাস নিয়ে ধৈর্য্য ধারন করতে পারে, শুধুমাত্র তারাই সকল পরিস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়।
And in such a situation, it becomes more difficult for us to maintain our confidence. In fact, we forget that the position of anything on earth is not permanent. Just as it has a beginning, it also has an end. As bad time comes, so will good times. But in the meantime the test will be for us. Only those who can endure this test with confidence are able to hold their own in all situations.
Thanks for watching.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
▶️ 3Speak
Sometimes on the one hand we have the ability to do something to exchange each other's thoughts, exchange opinions, to carry out social interactions in the mind.
Yes, with full confidence we should try something different.
Thanks a lot brother for watching.
hmm dada . ekekta somoy,ekekta ghotona amader jonno porikkha . dhorjo ar matha thanda rekhe attobissaser sathe esob protikul poristhitir mokabela kore jete hobe r je dhorjo dharon korte parbe se e sofol hobe .
We remember it all the time.
Somoy poriborton hobei tobe tar jonne opekkha korte hobe.