মামা আমি মুগ্ধ হয়ে গেছি সবুজ প্রকৃতির সজীবতা উপভোগ করে। সবুজ বাংলার অপরূপ দেখা হয় নাই চক্ষু মেলিয়া আমার- যতই দেখি ততোই মুগ্ধ হয়ে জুড়াই দুই নয়ন তারা। আর নিরাপদ গাড়ী চালানোর বিষয়ে আপনার সাথে সম্পূর্ণ একমত। এভাবে আমরা যেমন নিরাপদ থাকতে পারি, ঠিক তেমনি অন্যদেরকেও নিরাপদ রাখতে পারি। গানটা যথার্থ ছিলো :P যদিও গানের কিছুই আমি বুঝি নাই!