#HiveBDay Initiative || A Year of #HIVE - Lovely Experience & Achievements

in Threespeak4 years ago (edited)

▶️ Watch on 3Speak


Hello Friends,

This is my Entry for #HiveBDay Initiative. A Year of #HIVE with Lovely Experiences & Achievements of mine. Check the announcement from @theycallmedan HERE

Looking back

ফিরে দেখতে হলে, অনেক স্মৃতি সম্মুখে চলে আসবে। আসলে দেখতে দেখতে একটি বছর কিভাবে পার হয়ে গেলো বুঝতেই পারলাম। কারন যখন কোন বিষয় নিয়ে আপনি খুব বেশী মনোযোগি থাকবেন, তখন সময় কিভাবে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা খুব বেশী মনোযোগি ছিলাম হাইভ নিয়ে। কারন আমাদের সকলের আগ্রহ এবং চেষ্টার কেন্দ্রবিন্দু ছিলো হাইভ।

যেহেতু আমাদের প্রথম টার্গেট ছিলো হাইভ এ ডিসেন্ট্রালাইজ এবং স্বাধীন মত প্রকাশের নিশ্চয়তা নিশ্চিত করা। আমরা সঠিকভাবে সম্মুখে এগিয়ে যেতে চেয়েছি এবং আমাদের লক্ষ্য ছিলো পিছনে ফিরে যেন যেতে না হয়। আমরা আমাদের সক্ষমতা প্রমানে সফল হয়েছি। আমরা প্রমান করেছি এবং সুসংহত করেছি হাইভের শক্ত অবস্থান। সমন্বিত এবং ঐক্যবদ্ধভাবে আমরা হাইভকে শীর্ষ অবস্থানে ধরে রাখবো।

Looking back, many memories will come to the fore. In fact, I could understand how a year passed. Because when you focus too much on something, you never know how time will go. Our condition has been so, we were very focused on the hive. Because of Hive was the center of interest and effort for all of us.

Since our first target was to ensure decentralization and independent expression at Hive. We wanted to move forward properly and our goal was not to go backwards. We have succeeded in proving our abilities. We have proven and consolidated Hive's tough position. Integrated and united, we will keep Hive at the top.

Anxiety, joy and achievement

শরুতে হয়তো আমাদের মাঝে কিছুটা উৎকণ্ঠা এবং আতংক বিড়াজ করতে ছিলো, কারন আমরা বুঝতে পারছি না কোন দিকে এবং কিভাবে আমাদের যাত্রা সংসহত হবে। শুধু আমার মাঝে না অনেকেই নানা ধরনের চিন্তা প্রকাশ করেছিলেন। তবে সত্যি বলতে আমরা কখনো থামি নাই, পিছনে কিংবা অতীত অবস্থান নিয়ে দুঃখিত হই না। বরং আমরা নিজের সেরাটা দিয়ে চেষ্টা অব্যাহত রেখেছি। নানা ধরনের অবস্থান, মতবাত এবং ভয় সকল কিছু দূরে নিক্ষেপ করতে আমরা সক্ষম হয়েছি।

In the beginning we may have had some anxiety and panic, because we don't know which way and how our journey will be integrated. Not only me but many others expressed different kinds of thoughts. But to be honest, we never stopped, we never regretted our past or past position. Instead, we continue to try our best. We have been able to throw away all kinds of positions, opinions and fears.

আমি চিন্তার অধিক অভিজ্ঞতা এবং অজর্ন করতে সক্ষম হয়েছি। অতীতের তুলনায় আরো বেশী দক্ষতা প্রমানে সফল হয়েছি। শুধু আমার অবস্থান না, বরং আমাদের বাংঙালীদের নিয়ে নির্দিষ্ট কমিউনিটি তৈরী করতে সক্ষম হয়েছি। হাইভ-বাংলাদেশ থ্রিস্পিক এর সাথে চমৎকার কাজ করে যাচ্ছে এবং নিজেদের সক্ষমতা প্রমানে কাজ করে যাচ্ছে। উৎকণ্ঠা দূরে ঠেলে, পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতার শেয়ার এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

I have been able to experience more and think more. I have succeeded in proving more skills than in the past. Not only my position, but we have been able to create a specific community with Bengalis. Hive-Bangladesh is doing an excellent job with #threespeak and proving its capabilities. Pushing away anxiety, we are moving forward with mutual cooperation, sharing of experience and long-term planning.

হাইভ-বাংলাদেশ প্রতিষ্ঠা, থ্রিস্পিক হতে লিডারশীপ পাওয়া এবং বাংলাদেশীদের জন্য বাংলায় ভিডিও তৈরীর সুযোগ করে দেয়া, নিঃসন্দেহে আমাদের এক বড় অর্জন।

Establishing Hive-Bangladesh, getting leadership from #threespeak and providing opportunities for Bangladeshis to make videos in Bengali is undoubtedly one of our great achievements.

Future plans

হাইভ এবং আমাদের কমিউনিটি নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে আমরা আন্তরিক। এই জন্য এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা সেট করা হয়েছে, যার ব্যাপারে আমরা সবাই একমত। আমরা পরস্পরকে নিজের অভিজ্ঞতাগুলোর মাধ্যমে উন্নত করার চেষ্টা করছি, ক্রিপ্টো কারেন্সিতে ইনভেষ্টমেন এর ব্যাপারে উৎসাহিত করছি এবং সর্বোপরি হাইভ সাথে সংযুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ আরো বেশী আলোকিত করার প্রয়াস চালাচ্ছি।

We are committed to implementing long-term plans with Hive and our community. For this and for the implementation of our plan specific goals have been set, on which we all agree. We are trying to improve each other through our own experiences, encouraging investors to invest in cryptocurrencies, and above all, trying to make our future brighter by connecting with Hive.

হাইভ-বাংলাদেশের মাধ্যমে বাঙালির মাঝে সুদৃঢ় সম্পর্ক তৈরী এবং আমাদের বাংলাদেশে শক্ত অবস্থান তৈরীতে আমরা বদ্ধপরিকর। আমাদের পরিকল্পনা পরিস্কার, আমাদের মনোভাব আন্তরিক এবং যোগ্যতা প্রমাণে আমরা আশাবাদি।

We are determined to build strong ties among the Bengalis through Hive-Bangladesh and to build a strong position in our Bangladesh. We are optimistic that our plans are clear, our attitude is sincere and our qualifications are proven.

Cover Image

Thanks all for watching and understanding.

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png

Discord_channel.png
break.png
hive cover final.jpg
break.png


▶️ 3Speak

Sort:  

ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে কথা গুলো উপস্থাপন করার জন্য। হ্যাঁ ভাই সকলে মিলে আমরা সার্বিকভাবে এগিয়ে যাবো আপনার এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগলো। হাইভের আজকের এই জন্মদিনে সকল বন্ধুদের কে অনেক অনেক হাইভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাই।

You are welcome brother ☺️
Unity makes everything possible.

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার সুন্দর কথা ও সুন্দর ভিডিওর জন্য , আপনারা যে ভাবে আমাদের বাংলাদেশিদের জন্য কষ্ট করে যাচ্ছেন ও হাইব বাংলাদেশ কমিনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাকে ও অন্নান্ন লিডারদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আমিও আশাকরি আমাদের যেন আর পিছনে ফিরে তাকাতে না হয় , এই কমিনিটির মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ , আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য।

You are welcome 🙂
Vai amra sobai mile try korle aro valo obosthane jete sokkhom hobo.

Prothome wish korechi hive me er jonmodin upolokkhe. Ji vai aponader future plan And hive platform e Bengali userder modhe interconnection briddhi kora sojug toiri korar Jonno thanks. Ha amora sokole mile try korle Bangladeshi beboharkarira Valo ekti kichu Korte parbo. Thanks

Let's try something good togetherly with hive Bangladesh

We were not sure what would happen one year ago. Then Hive was born. Glad to see where we are today. There is no turning back. From this point, we will only move forward. 3Speak gives up the opportunity to express our voice without any restriction.

I think this is just a beginning. We have a long way to go. Pretty excited to see what would happen next.

Ji Vai pichoner dike fire takanor somoy ekhon na, somoy ekhon samne agiye jawar, jete hobe bohudur.
Thanks a lot of your feedback.

Wow exelente, post, muy interesante la iniciativa, gracias por compartir.

Thanks a lot ☺️
Have a wonderful day ❤️

La verdad amigo siempre existen momentos para festejar las iniciativas y esta es una de ellas, saludos.

Great content .Just awesome .Very informative video.

Well, if you understand the whole things then you can also participate in the contest.

হ্যাপি বার্থডে হাইভ ব্লক চেইন কে। আমি অনলাইন জগতে নতুন তাই আমার সবকিছু বুঝতে একটু দেরি হচ্ছে। আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম ভাইয়া।আপনার সামগ্রিক বিষয় নিয়ে যে পরিকল্পনা আল্লাহ আপনার মনের আশা কে পূর্ণ করুক। আসলে সদিচ্ছাই মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ হয়তো আমরা বাংলাতে কথা বলতে পারি এই প্লাটফর্মে। আর আমাদের কমিউনিটির জন্যআপনাদের সুন্দর সুন্দর সিদ্ধান্ত গুলো হয়তো আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভিডিওটি।

আসলে ভাই আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত আছি যে আমাদের এই প্ল্যাটফর্ম প্রমাণ করে দিয়েছে যে আসলে ঐক্যবদ্ধতা একটা বড় বিষয় সবার ক্ষেত্রে দলবদ্ধ দলবদ্ধ হয়ে যে কোন কাজ করলে সেটাতে সফল হওয়া অনেকটাই সহজ হয়ে যায় অনেক ভালো লেগেছে আপনি আপনার মূল্যবান মন্তব্য গুলো বক্তব্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আসলেই অনেক ভালো লাগছে আপনার ভিডিও দেখে এবং ভিডিওর মাধ্যমে যে কথাগুলো শেয়ার করলেন এবং যেগুলো আপনি আজকে এই প্লাটফর্মে এসে পেয়েছেন সেসব সম্পর্কে কথা বলেছেন অনেক ভালো লেগেছে