তাজিম কিভাবে সাঁতার শিখছে তার একটি ভিডিও।। Vlog Video Jessore Bangladesh....

in Threespeak8 months ago

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি হচ্ছে, আমার ছেলের সাঁতার শেখা গোসল করা ওর দাদার সঙ্গে। প্রথমে আমরা চলে যাচ্ছি কলাবাগানে কলাগাছ দিয়া আজকে সাঁতার শেখা হবে। আমার শ্বশুর আব্বা কলা গাছের একটা টুকরা কেটে নিয়েছে বেশ মোটামুটি বড় আকার করে। আর এই কলা গাছের অংশটা দিয়েই আমার তাজিম আলম সাঁতার শিখবে। যেহেতু আমাদের আশেপাশে কোন নদী নেই এখানে একটা ছোট খাল আছে আমরা সেই খালে চলে গেলাম। এছাড়াও এই খালটি মিলিটারীদের।তবে এখানে সকলে গোসল করতে পারে। তো তাজিম অলরেডি কলা গাছ দিয়ে ট্রাই করা শুরু করছে। ওর দাদা ওর পিছে পিছে আছে। মাশাল্লাহ ও অনেকটাই সাঁতার কাটা শিখেও গিয়েছে। তবে কলা গাছ নিয়েই পারে এমনি ছেড়ে দিলে এখনো পারছেনা। হয়তো আরো চার পাঁচ দিন চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দুই ছেলে এখানে গিয়ে ওর দাদার সাথে গোসল করতে ভীষণ ভালোবাসে। আর আমার শ্বশুর আব্বাও আমার দুই ছেলেকে ভীষণ ভালোবাসা যার কারণে তাদের নিয়ে নিয়ে যায়। আর আমিও আজ গিয়েছিলাম তাদের ভিডিও বানানোর জন্য। তবে এখানে এসে কিছু শাপলাও কিনতে পেলাম আর শাপলা গুলো ২০ টাকা নিয়েছিল। আমার দুই ছেলে এখানে প্রায় ৩০ মিনিট গোসল করেছেন। আমি এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। সবাই কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ। Uploaded using 3Speak Mobile App


▶️ 3Speak