বিক্রমপুর , ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার পদ্মা পারের একটি থানা। থানাটি বিশেষ কারনে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ।বিক্রমপুর শব্দটির উৎপত্তি বিক্রমাদিত্য থেকে।
আজ আমি বিক্রমপুরের উৎপত্তি , ইতিহাস , ঐতিয্য, শিক্ষা কিংবা অন্য কোন বিষয় নিয়ে কথা বলবো না , আজ আমি আপনাদের জানাবো বিক্রমপুরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি, সেটি হলো বিক্রমপুরের ঐতিহাসিক বাসস্থান,তাদের বসত বাড়ি। ইট পাথরের এই যুগে এখন ও যে মানুষ ইট-কাঠের ঘর বানায় তা শুধু বিক্রমপুরের মানুষের মাঝেই দেখা যায়। এটা বিক্রমপুরের মানুষের অনেক পুরোনো ঐতিয্য। হাজার বছরের পুরনো ঐতিয্য এখন ও তারা লালন করে যাচ্ছেন। এখন ও তারা কাঠ এবং টিন দিয়ে সুন্দর নকশা করে দেড়-দুই কিংবা তার ও বেশি তলা ঘর তৈরি করেন ।
(Image not shown due to low ratings)
(Image not shown due to low ratings)
(Image not shown due to low ratings)
Images were hidden due to low ratings.