শাহআমানত সেতু, চট্টগ্রাম...
শাহআমানত সেতু, চট্টগ্রাম। আজ আমি যে সেতুটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটি হল-বাংলাদেশের ব্ন্দর নগরী চট্টগ্রাম এ অবস্থিত শাহআমানত সেতু। সেতুটি কর্ণফুলী নদীর উপর নির্মিত হয়েছে, সেতুটি ৯৫০ মিটার দীর্ঘ এবং ২৪.৪৭ মিটার প্রশস্ত। ২০০৬ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসে জনসাধারনের জন্য খূলে দেওয়া হয়।সেতূটি নির্মাণ করেছেন একটি চায়না কোম্পানী, সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে মোট ৫৯০ কোটি টাকা। সেতুটির নকশা,গঠনশৈলী এবং আধুনিকতা দেখে মনে হবে এটি বিদেশের কোন নামকরা সেতু।সেতুটি ছবিতে দেখতে যত সুন্দর, বাস্তবে তার চেয়ে আর ও বেশি সুন্দর।আপনি যদি রাতে সেতুটির কাছে যান, তাহলে আপনার কাছে মনে হবে আপনি উন্নত কোন দেশের পর্যটন কেন্দ্রে দাঁডিয়ে আছেন। সেতূটি নির্মাণ হওয়ায় চট্টগ্রাম এর সাথে কক্সবাজারের সাতকানিয়া এবং চকরিয়ার যোগাযোগ পুরোপুরি চালু হয়। সেতূটি নির্মাণ হওয়ায় চট্টগ্রাম এর পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়েছে।মন চাইলে আপনি ও গিয়ে একবার উপভোগ করে আসতে পারেন দরশনিয় সেতূটি।
এ এইচ কনিকস
Congratulations @ahconics! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!
প্রিয় স্থান.. একসময় আড্ডা দিতে খুব যেতাম.. ইদানিং অবশ্য যাওয়া হয় না..
সুন্দর তো। তবে পোস্টটা আরো বড় করে লেখেন।
কম পক্ষে ৩০০ শব্দের লিখলে ভালো হয়। আর এই ব্রিজের সাথে আপনার কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করলে আরো ভালো হত।
জি। কবে গিয়েছিলেন, সাথে কে কে ছিল, যাত্রা পথে কি কি দেখলেন, গিয়ে আপনার অনুভূতি এই বিষয় গলো যদি যোগ করতেন তাহলে অনেক সুন্দর একটা পোস্ট হত।
আপনি হয়তো হাইভে নতুন। সবার পোস্ট গুলো ফলো করেন। অনেক কিছু বুঝতে পারবেন।