আমি এই শহরের একজন কোটিপতি। আমি অনেক দিন ধরে এটা দেখতে চেয়েছিলাম যে একজন গরিব অসহায় মানুষের প্রতি সাধারণ মানুষের ব্যবহার কেমন হয়। আমি কিছু ময়লা ও পুরাতন কাপড় পড়ি ও নিজেকে ভিখারি রূপে সাজাই। যেন আমাকে দেখতে সত্তিকারী ভিখারি মনে হয়। তারপর আমি একটি রাস্তার পাশে একটি থালা হাতে নিয়ে বসে পড়ি। আমি থালা হাতে নিয়ে অনেক সময় ধরে বসে ছিলাম। শত শত মানুষ এই পথ দিয়ে যাওয়া আসা করছে। সবার কাছে আমি সাহায্য চাইতে লাগলাম। কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকালোনা।
এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যাই। সামনে থেকে প্যান্ট - শার্ট পড়া একজন লোক এসে পকেটে থাকা দুই টাকার একটা কয়েন আমার থালার মধ্যে দিয়ে চলে গেলো। কিন্তু আমি লক্ষ করে দেখলাম লোকটি আমার দিকে একবারের জন্য ও তাকালোনা। সেই পথচারী লোকটি খুবই অহংকারের সাথে আমার থালায় দুই টাকার কয়েনটি ছুড়ে দিয়ে চলে গেলেন। তারপর আরো অনেক সময় পার হয়ে গেলো। আর কেউ আমাকে ভিক্ষা দিলোনা।
এমন সময় খুব সাধারণ একজন মানুষ এসে আমার সামনে দাঁড়ালেন। তখন আমি আমার থালাটা লোকটির সামনে তুলে ধরলাম ও সাহায্য চাইতে লাগলাম। সাথে এটাও বলতে লাগলাম আমি সারাদিন না খেয়ে আছি আমি খুব ক্ষুদার্থ। এই কথা শুনে লোকটি তার পকেট থেকে মানিব্যাগটি বের করে খুলে দেখলেন তার মানিব্যাগে কোনো টাকা নেই। তারপর লোকটি কিছু একটা ভেবে তার হাতে থাকা ব্যাগ থেকে কিছু খাবার আমাকে বের করে দেন। আমার হাতে খাবার দিয়ে লোকটি বলেন , আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে শুধু এই টুকু খাবার আছে আপনাকে দেয়ার মতো।
লোকটির এই মহৎ কাজটি দেখে আমি লোকটিকে জিজ্ঞাসা করতে লাগলাম আপনি আমাকে সাহায্য করতে আমার পাশে দাঁড়ালেন কেন ? আমি এখানে আজ সকাল থেকে বসে আছি ,এখন প্রায় দুপুর হয়ে এসেছে। আপনি একমাত্র ব্যাক্তি যে আপনি আমার কাছে এসে দাঁড়ালেন ও আমাকে আপনার শেষ টুকো দিয়ে সাহায্য করলেন। উত্তরে লোকটি বলতে লাগলো , আপনি বলেছিলেন আপনি ক্ষুদার্থ , আর আমি জানি , না খেয়ে থাকার কষ্ট কেমন। কারণ আমার এই অভিজ্ঞতা আছে। আমি প্রতিদিন অনেকটা পথ হেটে হেটে আমার কাজে যাই। অনেক সময় আমি অনেক ক্ষুধার্ত থাকি। তবুও আমি এত দূরে হেটে যাই। যেন আমি আমার পরিবারের মানুষের মুখে খাবার তুলে দিতে পারি।
আমি এখন কাজ শেষ করে বাসার দিকেই যাচ্ছিলাম। আপনি যখন বললেন আপনি না খেয়ে আছেন , তখন আমার কাছে এই খাবার ছাড়া আর কিছুই নেই। লোকটির কথাগুলো যেন আমার হৃদয়ে এসে টাচ করলো। তখন আমি লোকটিকে বলতে লাগলাম আপনার মতো মানুষ প্রয়োজন এই পৃথিবীতে। আমার সামনে দিয়ে অনেক ধনীলোক হেটে গিয়েছে। কিন্তু কেউ ফিরেও তাকাইনি। আর আপনার কাছে তেমন কিছু নেই , কিন্তু আপনি আপনার কাছে যা আছে তাই দিয়ে দিতে একটুও ভাবেননি।
এর পর আমি আমার আসল পরিচয় লোকটিকে দেয় ও আমার ছদ্মবেশ ভিখারি সাজার মূল উদ্দেশ্য উনাকে খুলে বলি। বলি আমি কোনো ভিখারি নয়। আমি এই শহরের একজন কোটিপতি। আমি এখানে বসেছি একজন গরিব অসহায় মানুষের প্রতি অন্যান্য মানুষের আচরণ কেমন তা দেখার জন্য। লোকটি খুব মনোযোগ দিয়ে আমার কথা গুলো শুনছিলো। এর পর আমার পিছন থেকে একটি চেকের বই বের করে সেখানে পাঁচ লক্ষ টাকার একটি চেক লেখে আমি লোকটির হাতে তুলে দেয়। সাথে এটাও বলি আমি আশাকরি আপনি এই টাকা দিয়ে নতুন করে নতুন কোনো কাজ শুরু করতে পারবেন যা আপনার ও আপনার পরিবারের জন্য মঙ্গলজনক হয়ে উঠবে।
লোকটি অবাক দৃষ্টিতে একবার আমার দিকে ও একবার চেকটির দিকে তাকাতে লাগলেন। সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না তার সাথে আসলে কি ঘটছে। তার দুই চোখ থেকে পানি বের হতে লাগলো। অঝরে কান্না করতে লাগলেন তিনি। আমাকে তখন তিনি জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে লাগলেন।
অনেক ধনীব্যাক্তি আমার পাশ দিয়ে হেটে গেলেন কিন্তু কেউ সাহায্য করেনি। অথচ যার তেমন কিছুই নেই সেই তার সবকিছু দিয়ে সাহায্য করতে চাই। আমরাও প্রতিদিন এমন অসহায় লোকের পাশ দিয়ে হেটে যাই। আমরা যদি তাদের সাহায্য করি ও তাদের পাশে দাঁড়ায় তাহলে তাদের অসহায়ত্ব কমে যাই। আমরা সকলে যদি একজন আরেক জনকে সাহায্য করি তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো।
Thank you all for visiting my page and giving your nice support.
@aislam
Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en
Your content has been voted as a part of Encouragement program. Keep up the good work!
Use Ecency daily to boost your growth on platform!
Support Ecency
Vote for Proposal
Delegate HP and earn more