পড়ালেখায় ভালো হলে কি হয়েছে। চাকরির খুঁজতে গেলে কেউ এখন আর যোগ্যতা খুঁজে না। চাকরির জন্য দরকার মামা খালু। বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি আমি তবে কোথাও চাকরি মেলেনি। হতাশ হয়ে কোনো কিছু ভাবতে পারছিলাম না আমি । পরিবারের বড় ছেলে আমি। আমার উপর অনেক দায়িত্ব রয়েছে। সার্টিফিকেটের একটি ফাইল হাতে নিয়ে এক অফিসের দরজা থেকে অন্য অফিসের দরজাই গুরতে থাকি কিন্তু কোনো সফলতার ছোয়া আমি পাইনি। এভাবেই বেশ কিছুদিন কেটে যাই।
বাসার সামনে পুকুর পারে মন খারাপ করে চিন্তিত মনে বসে আছি আমি। পাশের বাসার চাচা এসে আমাকে বলতে লাগলো চাকরির কি কোনো ব্যাবস্থা করতে পেরেছি। মন খারাপ করে বলতে লাগলাম না চাচা আমি মনে হয় কখনো চাকরি খুঁজে পাবো না। অনেক চেষ্টা তো করেছি। চাচা বলতে লাগলো তুমি যদি চাও তাহলে আমার কাছে পরিচিত একজনের একটা সিএনজি আছে। তুমি চাইলে সেটা চালাতে পারো। কথাটা চাচা মন্দ বলেনি। আর কোনো কাজকেই ছোট করে দেখতে নেই। আমি চিন্তা করে চাচাকে বললাম ঠিক আছে চাচা আপনি ব্যাবস্থা করেন আমি সিএনজি চালাবো।
পরের দিন থেকে আমি রাস্তায় নেমে পড়ি সিএনজি নিয়ে। প্রথম প্রথম আমি কম চালাতাম কিন্তু আস্তে আস্তে আমি সব বুঝে যাই। এভাবেই বেশ কিছুদিন ধরে আমি সিএনজি চালাচ্ছি। আজ মঙ্গলবার আজ সকালে আমি রাস্তায় বের হয়েই আমার সিএনজি তে একজন ভদ্রলোক উঠে এবং তার গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে। লোকটির হাতে একটি অফিসিয়াল ব্যাগ ছিল। কিছুক্ষনের মধ্যে আমি তার গন্তব্যে পৌঁছায়। লোকটি গাড়ি থেকে নেমে পকেট থেকে মানিব্যাগ বের করে আমাকে ভাড়া দেয় ও চলে যাই। আমি সিএনজির পিছনের গ্রিল টা লাগাতে গিয়ে দেখি লোকটি তার হাতে থাকা অফিসিয়াল ব্যাগটি ফেলে গিয়েছে। আমি ব্যাগটি খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা। এখানে কয়েক লক্ষ টাকা হবে।
আমি ব্যাগটি সিএনজির ছিটের নিচে রেখে সোজা বাড়িতে চলে আসি। ও আমার বিছানার নিচে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেয়। এই বিষয়ে আমি কাওকে কোনো কিছু বলিনি। এখন আমি শুধু ভাবতে লাগলাম আমি এত গুলা টাকা দিয়ে করবো। আমি এখন সারাদিন টাকার কাছে বসে থাকি আর চিন্তা করতে থাকি। আমার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে এই টাকার কথা চিন্তা করতে করতে। এত গুলো টাকা দিয়ে আমি কি করবো আমার মাথায় কিছুই আসছে না। মনের এক কোনে অনেক বড় একটা পাথর আটকে রয়েছে। মনে মনে এটাও ভাবতে লাগলাম আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন সৎ উপায়ে টাকা রোজগার করতেন। আর আমি সেই বাবার সন্তান হয়ে এই কাজটা কি ভাবে করবো। আর এই টাকা দিয়ে আমি কোনো দিন সুখী হতে পারবো না।
অনেক চিন্তা করে দেখলাম , না এই টাকা গুলো ফিরিয়ে দেয়া উচিত। এই টাকা গুলো ফিরিয়ে দিলে আল্লাহ হয়তো আমাকে এর থেকেও আরো বেশি কিছু দিবে। এসব ভেবে পরের দিন সকালে আমি সেই জায়গায় যাই যে জায়গায় আমি লোকটিকে নামিয়ে দিয়েছিলাম। আমি সারাদিন দাঁড়িয়ে থাকার পরেও লোকটির দেখা পেলাম না। পরের দিন আবারো সকাল থেকে এসে দাঁড়িয়ে রইলাম। হটাৎ আমি লোকটিকে দেখতে পেলাম একটি গাড়ি থেকে নামছে। দৌড়ে গিয়ে আমি বলতে লাগলাম স্যার আমি দুই দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায়। আপনার টাকা গুলো আমার বাসায় খুব যত্ন করে রেখেছি। আমি একটা টাকাও ধরিনাই। আপনি আমার সাথে আমার বাসায় চলেন। ভদ্রলোকটি কোনো কথা না বলে আমার সিএনজি তে করে আমার বাসায় আসে। আমি আমার বিছানার নিচ থেকে টাকা গুলো বের করে দেয়।
উনি খুব খুশি মনে আনন্দের সাথে আমার পরিচয় আমার পড়ালেখা এগুলা জানতে চাইলেন। আমি সবকিছু খুলে বলি। আমার কথা শুনার পর পরের দিন সকালে উনার অফিসে আমাকে দেখা করতে বলেন। পরের দিন সকালে আমি উনার অফিসে গেলে উনি আমাকে অনেক ভালো বেতনের একটা চাকরি দেন।
আমি খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আমার। এই টাকা দিয়ে হয়তো আমার কোনো দিন সুখ আসতোনা। শান্তিতে ঘুমাতে পারতাম না। খেতে পারতাম না। কিন্তু এখন আমি সবকিছু খুশি মনে করতে পারবো। আর এটাই হলো আমার সততার পুরস্কার।
I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good video.
Thank you all for visiting my page and giving your nice support.
@aislam