বাবার পরিচয়

in BDCommunity4 years ago

বাবার পরিচয়

street-hawker-6236575_960_720.jpg
Image score

আমার বাবা একজন সবজি বিক্রেতা। পরিবারে আমি ও আমার ছোট একটা বোন আছে। ছোটবেলায় মা মারা গিয়েছে। ছোট থেকে বাবা অনেক কষ্ট করে ভেন গাড়িতে করে সবজি বিক্রি করে আমাদের মানুষ করেছে। বাবার অনেক ইচ্ছা আমাদের অনেক পড়ালেখা করিয়ে অনেক বড় করার। দিন রাত পরিশ্রম করে বাবা আমাদের পড়ালেখার খরচ যোগান। আমি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়। আমার বোন তখন ক্লাস সিক্স এ পড়ছে। আমি কলেজ যাওয়ার পর নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হতে লাগলো। সবাই অনেক ধনী পরিবারের সন্তান। তাদের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাকেও তাদের মতো হওয়ার অভিনয় করতে হবে। এভাবেই কেটে যাই বেশ কিছু দিন।

আমি কলেজের সবাইকে দেখে ওদের মতো হওয়ার অভিনয় করতে করতে বাবার পরিশ্রমের কথা ভুলে গিয়েছিলাম। সবার সাথে তাল মিলাতে গিয়ে বাবার কাছে প্রতিদিন কোনো না কোনো বায়না ধরে টাকা চাইতাম। আজ ক্লাসে এত টাকা দিতে হবে , কাল এত টাকা দিতে হবে , বাবা ছেলের দিকে তাকিয়ে কখনো না করেনি , অধিক পরিশ্রম করে বাবা টাকা যোগাড় করে আমাকে দিতেন।

আমার লাইফস্টাইল এখন অন্যরকম হয়ে গিয়েছে। আমাকে এখন কেউ দেখলে আর মনে করবে না আমি একজন সবজি বিক্রেতার ছেলে। আমার এখন একজন বড়লোক মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। সেই মেয়েকে ভালোবাসার জন্য সেই মেয়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এখন আমাকে খুব ভালো ভালো পোশাক পরে কলজে আসতে হয়। প্রতিদিন দামি দামি রেস্টুরেন্ট নিয়ে তাকে খাওয়াতে হয়। এর মধ্যে আমি ভুলেই গিয়েছি আমি একজন সবজি বিক্রেতার ছেলে।

এভাবেই বাবার কাছ থেকে দিনের পর দিন টাকা এনে আমার গার্লফ্রেন্ড কে খুশি করার জন্য তাকে গিফট করতাম। ভিবিন্ন ভাবে তার পিছনে আমি টাকা খরচ করতাম। আমি তার কাছে আমার পরিচয় দিয়েছিলাম আমি একজন কোটিপতির ছেলে। আর এই কারণেই সেও আমার কাছ থেকে গিফট গুলো নিয়ে সংকচ করতোনা। দুই জনের মধ্যে বেশ গভীর সম্পর্ক তৈরী হয়ে গিয়েছে। কিন্তু এসবের কিছুই আমার পরিশ্রমী বাবা বুঝতোনা। ছেলের পড়াশুনার টাকা যোগাড় করতে বাবা তার সবজির ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকতেন।

এভাবেই একদিন আমি ও আমার গার্লফ্রেন্ড একসাথে বসে কথা বলছিলাম। তখন সে আমাকে হঠাৎ বলতে লাগলো আমার হাতের মোবাইল ফোন টা অনেক পুরাতন হয়ে গিয়েছে। তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দাও। আমি একজন কোটিপতির ছেলে , এই ফোন কিনে দেয়াটা আমার জন্য কিছুই না। যেহেতু আমি ওর কাছে এই পরিচয় দিয়েছি তাহলে এখানে না করার কোনো সুযোগ নেই। তাই বললাম ঠিক আছে আমি তোমাকে এক সপ্তার মধ্যে নতুন একটি ফোন কিনে দিবো। এই কথা বোলাতে সে অনেক খুশি হয়। তারপর কিছুক্ষন আড্ডা দিয়ে বাসায় চলে আসি।

বাসায় এসে বাবাকে বলতে লাগলাম এক সপ্তাহের মধ্যে কলেজে ২০ হাজার টাকা জমা দিতে হবে না হলে আমাকে এক্সাম দিতে দিবে না। কথা বলার পর বাবার হাসি মাখা চেহেরাটা কেমন জানি মলিন হয়ে গেলো। তারপরেও বাবা একটু চুপ থাকার পর বলতে লাগলো , ঠিক আছে বাবা তুই চিন্তা করিছ না আমি একসপ্তাহের মধ্যে ২০ হাজার টাকার ব্যবস্থা করে দিবো। বাবা এই এক সপ্তাহের মধ্যে এত টাকা কিভাবে পাবে চিন্তা করতে পারছিলো না। পাঁচ দিন পর বাবা এলাকার একজন ধনী ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ধার করেন। বাবাকে ওই ধনী ব্যাক্তি অনেক আগে থেকে চিনেন সেই হিসেবে এই টাকা ধার দিয়েছেন। তখন আমার সাথে বাবার দেখা হয়নি।

আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে একটি গাছ তলায় বসে কথা বলছিলাম। তখন বাবা সবজির ভেন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছিলো। হটাৎ আমাকে দেখলো আমি একটা মেয়ের সাথে গাছ তলায় বসে কথা বলছি। বাবা তখন ভেন গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো বলতে লাগলো ,বাবা তোমার কলেজ যে ২০ হাজার টাকা জমা দিতে হবে সেই টাকার ব্যবস্থা আমি করেছি। টাকাটা ঘরে রাখা আছে নিয়ে নিও। তখন আমি বলতে লাগলাম চাচা কিসের ২০ হাজার টাকা। কোন কলেজ জমা দিতে হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কাকে কি বলছেন। আমি তো আপনার ছেলে না , আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে , আপনার ছেলে মনে হয় দেখতে আমার মতো। এই কথা শুনে বাবা ওজরে কাঁদতে লাগলো। বাবার চোখের পানি দেখে মেয়েটার আর কোনো কিছু বুঝার বাকি রইলো না।

তখন আমার গার্লফ্রেন্ড আমাকে একটা থাপ্পড় মেরে বলতে থাকে বাবার পরিচয় দিতে তোর লজ্জা লাগে। তোর তো এমন একজন হলেও তোর বাবা আছে অনেকের তো তাও নেই। তুই তোর জন্মদাতা পিতাকে আমার সামনে অস্বীকার করতে পারছ , আর আমাকে তুই কি করবি সেটা আমার বুঝা হয়ে গেছে। এই বলে মেয়েটি চলে গেলো।

বাবা আমাদের মাথার উপরের ছায়া। তাই বলে তাদেরকে আমরা যে ভাবে ইচ্ছা সে ভাবে ব্যবহার করতে পারি না। আর বাবারা সবজি বিক্রেতা হোক বা পান বিক্রেতা হোক কোনো কাজকেই ছোট করে দেখবোনা। আমার জীবনে যদি কেউ আসে সে আমার সকল কিছু জেনেই আসবে। ভালোবাসলে এসব দেখাটা গুরুত্বপূর্ণ না। ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে কিনা এটাই হলো গুরুত্বপূর্ণ। সকল বাবাদের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম।

Thank you all for visiting my page and giving your nice support.
@aislam

Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en