পোস্টমর্টেম

in BDCommunity4 years ago

পোস্টমর্টেম

awareness-4033238_960_720.jpg
Image score

কালো আঁধার রাতে,
লোডশেডিং এর বদ্ধ ঘরে ,
খোলা জানালার মৃদু বাতাসে ,
দেয়ালের লোকটার দিকে তাকিয়ে
আমায় ভাবছো কি ?
কিংবা জেগে উঠা সকালের সূর্য ,
জানালা ভেদে তোমার মমতায় ভরা
দুচোখের উপর পরে ,
বিরক্ত হয়ে , আলোর অপলক তাকিয়ে
ব্যঙ হাসিতে ,
আবার আঁখি বুঝে..........
আমায় খুঁজছো কি ?
তুমি কি আমায় খুজ ...
নীলের গহীনে ,
সবুজের মাঝে ,
সাদার বনে ,
যেখানে বৃষ্টি পড়ে আর
ভেজা চোখ আমায় খুঁজে।
আবার যখন এই শহরের মাটি কেঁপে উঠলো ,
অট্টালিকা হেলে পড়লো ,
সুনামিতে ভাসিয়ে নিলো ঘড় ,
আমায় খুজেছিলে তারপর।
কতদিন , কতরাত ,যায়
পাতাঝড়ে , আবার কোকিল ডাকে ,
তবুও পাওনা তুমি খুঁজে
এই আমাকে।
তোমার শাস্তি সিক্ত মায়াবী চোখে
আজ ঝড় উঠে ,
সুন্দর ঠোঁট দুটো কেঁপে উঠে ,
গালে ব্যাথার ভাঁজ পড়ে ,
চেপে রাখা কণ্ঠস্বর দেয়াল ভেদ করে ,
হাত থেকে ছুড়ি মাটিতে পরে।,
সবুজ এপ্রোনের দেহখানি তোমার
লুটিয়ে পড়ে।
অবশেষে ......
আমায় খুঁজে পেলে ...
পোস্টমর্টেম এর টেবিলে।

Thank you all for visiting my page and giving your nice support.

Check my others social sides profile-

@aislam Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342 Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en