সম্পর্ক / Relationships

in BDCommunity4 years ago

সম্পর্ক

heart-3147976_960_720.webp
Image score

কাছের দূরের আপন পরের
বন্ধু পেলাম কত রকমের ,
কিভাবে হলো কত হলো
ভাবতেই লাগে অনেক ভালো।
যারা দিয়েছে অনেক শ্রম ,
জেগেছে রাতে দূর করে ঘুম ,
তাদের প্রতি শত শুভেচ্ছা
ভালোবাসার জাগে তো ইচ্ছা।
আশা করি কোন ঠুকনো বাহানায়
ভেঙে যাবে না কোনো ছলনায় ,
আমাদের এই মিলনমেলা।
বেঁচে থাকে আমাদের এই বন্ধুত্ব রূপ
বন্ধুত্বের মধ্যে থাক সুসম্পর্কের স্বরূপ।

Relationships

The nearest to the next
What kind of friends did I get,
How did it happen?
It is much better to think.
Who gave a lot of labor,
Wake up and sleep at night,
Hundreds of greetings to them
Desire is in the place of love.
I hope there is no excuse
Can't be broken by any deception,
This is our reunion.
This form of our friendship survives
Stay in friendship is the nature of good relations.