একটা ছোট্ট কাজ করতে কেমন প্যারা যায় সেটা সাধারণত যারা কাজ করেন তারা ঠিকই বুঝবেন।
সেখানে গল্প আর আপনি ছাড়া কোনো কিছুই আপনার না থাকলে তো আরো বেশি প্যারা!
ঠিক এই কারণেই হয়তো শেষ প্রহর রিলিজ দেয়ার সময় যেই শান্তি পাইছি তার থেকে বেশি শান্তি পাইছি যখন শেষ প্রহরের পুরো শুটটা শেষ করতে পারছিলাম।
যাইহোক, এবার কাজ করলাম "ভাব-সম্প্রসারণ" নিয়ে।
কাজটা খুবই ছোট আর একটা প্রতিযোগিতার জন্য করা।
সেটার জন্য একই শুট করলাম ৪ দিন।
তাও আশানুরূপ কাজ হয়নি বুমের অভাবে।
যাইহোক, প্রথমে শুট করে ইডিটে বসে দেখি ৩ মিনিট পার হয়ে যাচ্ছে।
সেখানে প্রতিযোগিতার প্রথম শর্তই হলো ভিডিও হতে হবে তিন মিনিট ।
যাইহোক, গল্প নিয়ে আমার আত্মবিশ্বাস থাকলেও কাজ মনের মতো করতে পারিনি।
তারপরও যারা আমাকে সাহায্য করছেন পুরো কাজে তাদের কাছে আমি কৃতজ্ঞ।
অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়াকে,
এবং বাকি সবাইকে!
সবাইকেই অসংখ্য ধন্যবাদ।
আর এলাকার ছোটভাই কৌশিককেও ধন্যবাদ অসাধারণ অভিনয়ের জন্য।
এই ছেলেটা এতো কিছু ম্যানেজ করে এই ছোট্ট কাজে সময় দিয়েছে এটাই আমার কাছে অনেক।
আমি আবারও বলছি, কাজটা খুবই ছোট কিন্তু সেই কাজে সবার সাহায্যটা আমার কাছে অনেক।
ধন্যবাদ সবাইকে!!
#ভাব_সম্প্রসারণ