রোজ মাঝরাতে জীবনের ব্যস্ততার কথা চিন্তা করে ঘুমোতে পারতাম না একটা সময়। রোজ চিন্তা শেষ করে শেষরাতে ঘুমিয়ে আবার সকাল সকাল উঠে ক্লাসে যেয়ে মন বসাতে পারতাম না ঘুমের অভাবে। রোজ ক্লাস শেষে হলে ফিরে সামান্য ঘুমের জন্য ঠিকমতো দুপুরে না খেয়েই বিছানায় নিজেকে শুইয়ে রাখতাম। রোজ হলের পাতলা রান্না খেতে পারিনা বলে ভাবতাম, "কবে বাড়ি ফিরে মায়ের হাতের রান্না খাবো!"
দিনশেষে সবমিলিয়ে শুধু চাইতাম একটু অব্যস্ততা, একটু বিশ্রাম চাইতাম আমরাই।
অথচ এখন ভাবলেও অবাক লাগে,এখন আর রাতে জীবনের কথা চিন্তা করে ঘুমের অভাব হয়না , সকাল সকাল উঠে ক্লাসে যেতে হয়না, ক্লাস থেকে ফিরে ক্লান্ত হয়ে না খেয়েই বিছানায় লুটেও পড়া হয়না, হয়না হলের পাতলা রান্না খেতে। কিন্তু আমরা তাও নিজেকে ভালো রাখতে পারছি নাহ।
এখন আমাদের ভালো থাকার জন্য প্রয়োজন ব্যস্ততার।
একটা সময় আমরা ব্যস্ততা অসহ্য করতাম। আর এখন আমরা ব্যস্ততার জন্যই আফসোস করছি আর দিন গুনছি "কবে ব্যস্ত হবো" ভেবে।
এমন সময়ে ব্যস্ততার কারণ খুজে না পেয়ে গেলাম প্রকৃতির কাছে তার বিশালতা দেখতে।
আচ্ছা প্রকৃতিও কি আমাদের মতো ক্লান্ত??
যদি ক্লান্ত হয়েই থাকে তাহলে তাদের ক্লান্তি কোথায়, কেনো??
Photo gulo khub sundor.
ধন্যবাদ আপু☺