আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন,
সবাই ভাল থাকেন এই কামনা করি।
কাঁঠাল আমাদের দেশের (বাংলাদেশের) জাতীয় ফল। কাঁঠালের ঘ্রান এবং স্বাদ অতুলনিয়। কাঁঠাল অনেক বড় ফল। সব ফলের তুলনায় কাঁঠাল আকারে অনেক বড় হয়ে থাকে। কাঁঠাল মিষ্টি জাতীয় ফল। বাংলার প্রতিটি মানুষের কাছে কাঁঠাল অনেক প্রিয় ফল।
কাঁঠাল শুধু ফল হিসেবেই খাওয়া যায়না। কচি কাঁঠালের তরকারি অনেক সুস্বাদু হয়ে থাকে। আকবর কেউ খেয়ে থাকলে এর স্বাদ কখন ও ভুলা যায়না। পাকা কাঁঠাল দিয়ে সুস্বাদু পিঠা বানানো যায় । পিঠার স্বাদ ও অনেক জনপ্রিয় সবার কাছে ।
প্রাকৃতিক পরিবেশ মানুষের মনকে সতেজ করে তুলে। মনের সব দুঃখ দূর হয়ে যায়। সবুজ প্রকৃতি যেকোনো মানুষকে কবি বানিয়ে দেয়। চারদিকের সবুজ যেন মনকে ছুঁয়ে যায়।
All photo captured by me.
Camera: OPPO Mobile
Model: A37fw
Location: Gazipur
ছবি সম্পর্কে
এই ছবিটি আমি বাড়ির পাশে কাঁঠাল গাছ থেকে তুলেছি। আমার জন্মস্থান গাজীপুর জেলার গ্রাম থেকে। আমি বাড়ির পাশে কিছুক্ষনের জন্য দাড়াই । দেখি কাঁঠাল গাছে বর কাঁঠাল ধরেছে । ছবিটি তুলেছি আজ থেকে ২ মাস আগে। তখন সবার গাছেই কাঁঠাল রয়েছে । সেই সময়ে আমি ছবিটি তুলি। কাঁঠাল গাছটি অনেক বড় এবং অনেক কাঁঠাল ধরেছে । অনেক কাঁঠালের মাজে আমি এই ছবিটি তুলেছি। আমি আমার মোবাইল Oppo A37fw দিয়ে ছবিটি নিয়েছি।
My Identity
I am Ammar Hasnin. I live in Bangladesh. I am computer Engineer. I finished my B. Sc in cse 2018. I am a freelancer and also High school teacher. My school location is in Dhaka city.
I love Jackfruit.
Nice post and I hope you'll get to your destination soon.
@tipu curate