আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন,
সবুজের সমারোহ যে কোন মনকে নাড়া দিয়ে যায়. চারদিকে সবুজের প্রকৃতি মনকে দোলা দেয়। সবুজের ভিতরে মিশে যেতে মন চায়। চারদিকে সবুজ গাছপালা মনকে শিহরিত করে।
প্রাকৃতিক পরিবেশ মানুষের মনকে সতেজ করে তুলে। মনের সব দুঃখ দূর হয়ে যায়। সবুজ প্রকৃতি যেকোনো মানুষকে কবি বানিয়ে দেয়। চারদিকের সবুজ যেন মনকে ছুঁয়ে যায়।
সবুজ পরিবেশ মন ও স্বাস্থ্যের জন্য ভাল। প্রাকৃতিক বাতাস মনকে ফুরফুরে করে তোলে। চুখের জন্য ও সবুজ পরিবেশ অনেক উপকারী।
Camera: OPPO Mobile
Model: A37fw
Location: Gazipur
photo shoot: me
ছবি সম্পর্কে
এই ছবিটি আমি বাড়ির পাশ থেকে তুলেছি। আমার জন্মস্থান গাজীপুর জেলার গ্রাম থেকে। সকালে যখন আমি বাড়ির কাছে বেড়াতে যাই তখন আমি ছবিটি তুলি। করলা গাছটিতে সুন্দর এবং তাজা করলা রয়েছে যা আমাকে ছবিটি নিতে উত্সাহিত করেছে। আমি আমার মোবাইল Oppo A37fw দিয়ে ছবিটি নিয়েছি।
My Identity
I am Ammar Hasnin. I live in Bangladesh. I am computer Engineer. I finished my B. Sc in cse 2018. I am a freelancer and also High school teacher. My school location is in Dhaka city.