আমার যদি এরকম একটি গাড়ি থাকতো

in BDCommunity3 years ago

20211221_161439.jpg

স্বপ্ন দেখা কোনো পাপ নয়। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। মাঝেমধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেখে আমি স্বপ্নের মধ্যে পড়ে যাই এরকম জিনিস যদি আপনার থাকতো। আমি গরিব হতে পারি। আমার অর্থ না থাকতে পারে। কিন্তু স্বপ্ন আছে। অবশ্যই স্বপ্ন নিয়ে বাঁচতে শিখেছি। নিজে পরিশ্রম করি খুব অল্প টাকা বেতন পাই এবং কাজের মতো কাজ করি। অনেক পরিশ্রম করে খুব বেশি বেতন সংগ্রহ করতে পারিনা এতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এই বেতন নিয়ে এত বড় স্বপ্ন দেখা আমার কপালে নেই। কিন্তু এই গাড়ির সামনে দাঁড়িয়ে যখন ছবিগুলো তুলেছি তখন মনে হয়েছে এই গাড়িটি আমার। আমার বড় ভাইয়ের বিয়েতে এই গাড়ি আমরা ভাড়া করেছি ভাবিকে নিয়ে আসবো বলে।

20211221_161446.jpg

আমার বড় ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আমার বয়স বেশি নয় তবে শীঘ্রই বিবাহ করার ইচ্ছা আমার নেই। আগে নিজের পায়ে দাঁড়াতে শিখি। নিজের একটা প্রতিষ্ঠান গড়ি তারপর বিবাহের চিন্তাভাবনা। আপনাদের কি মনে হয় আমার সিদ্ধান্ত কি ঠিক নাকি অঠিক।

20211221_161444.jpg

শীতকালে আমি হাফ হাতা টি-শার্ট পরে দাঁড়িয়ে আছি। আপনাদের অবশ্যই অবাক লাগছে। শীতের কাপড় পড়ে আমি দৌড়াদৌড়ি করে ছিলাম বিয়ে বাড়িতে ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধূলা করেছি বলে আমি বর্তমানে টি-শার্ট পরে দাঁড়িয়ে আছি। শীতকালে অনেক সময় জ্যাকেট বা স্যুয়েটার গায়ে দিয়ে যদি লাফালাফি বা দৌড়াদৌড়ি করা হয় তাহলে শরীরে প্রচন্ড গরম আসে। সে গরম বেশিক্ষণ স্থায়ী হয়ন। খুব শীঘ্রই আবার ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি হাফ হাতা টি-শার্ট পড়েছি।

20211221_161438.jpg

আপনাদের মাঝে আমি স্বপ্ন দেখেছি তার সংক্ষিপ্ত একটি বিবরণ তুলে ধরেছি। যদি আমি ভুল করে থাকি অবশ্যই আমাকে জানাবেন। চেষ্টা করব স্বপ্ন না দেখার। গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায় কোন একটা সিনেমায় আমি এই ডায়লগ টা শুনে ছিলাম। না মনে পড়েছে একটা নাটকে আমি এই ডায়লগ শুনেছি নাটকটির নাম হচ্ছে শীলবাড়ী।