আনেক ধন্যাবাদ ভাই।
যদিও লেখাটা আমার না।কিন্তু এই গল্পটা এমন যে সবাই এর ভিতরে নিজেকে খুযে পাবে।
মগজের নিউরনে জং পরে গেছে তাই যত দিন যায় সেই চেহারা আবছা থেকে আবছাতর হতেই থাকে, কিন্তু নাকের নোলক এখনো রয়েই গেল।
এই অংশটুকু আমার মনে হইল আমি নিজেকে পড়ছি।
লেখাটা সত্যই অনেক ভালো ছিল, ভাই।