আজকের সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছে। ঘুম ভাঙতেই একটা ফুটবল ম্যাচ দেখলাম এন্ড গ্যেস হোয়াট আমি যে দলকে সাপোর্ট করি তারা জিতে গেছে। মনে মনে ভাবলাম বাহ সকাল টা এতো সুন্দর তাহলে দিনটাও মেবি ভালো কাটবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টি। তাও আবার যেমন তেমন নয় একদম ঝুম বৃষ্টি। ভাবলাম এই সুযোগে আরেকটু ঘুমিয়ে নেই। কিন্তু অনেক চেষ্টার পর-ও ঘুম আসলো না। রাতেও যে খুব ভালো ঘুম হয়েছে তাও না। গত দুই রাত ধরে এমন হচ্ছে। রাতে ভূতের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তারপর আর ঘুম আসে না। নরমালি আমি ভালো খারাপ কোনো স্বপ্ন-ই দেখি না। এক ঘুমে সকাল হয়ে যায়। বাট ক'দিন ধরে যে কি হয়েছে.....
জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি অনেকটাই কম।
স্নিগ্ধ একটা সোনালী আলোয় গাছ পালা সব চকচক করছে। দেখেই মন টা ভালো হয়ে গেলো। লকডাউনের কারণে রাস্তায় গাড়ি, রিক্সা এসবের চাপ অনেকটাই কম। নয়তো রাস্তার পাশে বাসা হওয়ার সুবাদে সারাক্ষণ গাড়ির হর্ণ শুনতে হয়। আমার রুমের জানালা বরাবর রাস্তার ঠিক ওপাশে একটা বিশাল নিম গাছ আছে। যে গাছ টাতে অনেক নিমফল হয়েছে। জানালা দিয়ে তাকাতেই দেখি হলদে রঙের একটা ছোট্ট সুন্দর পাখি ডালে বসে সে ফল খাচ্ছে। আর তখন-ই অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হলো। তাই ছবি তোলার আগেই পাখি টা উড়ে যায়।
সকালে খুব বেশী ভারী খাবার আমার পছন্দ না। আমি তো ম্যক্সিমাম দিন নাস্তা না করেই বের হয়ে যাই। কিন্তু হ্যা, বাসায় থাকলে আম্মু নাস্তা না করিয়ে ছাড়ে না। বিছানায় থাকতে থাকতেই রান্নার ঘ্রাণ পাচ্ছিলাম। হ্যা, যা ভেবেছি তাই। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখি আম্মু খিচুড়ি রান্না করেছে।
বৃষ্টি নামবে আর বাঙালি পরিবার এক বেলা খিচুড়ি খাবে না.....এটা তো ভাবাই যায় না। ভোজনরসিক বাঙালি বলে কথা। এই খিচুড়ি জিনিসটা ছোটবেলায় আমার একদম-ই পছন্দ ছিলো না। আম্মুর থেকে অনেক বকুনি-ও খেয়েছি খিচুড়ি না খাওয়ার জন্য। বয়সের সাথে সাথে পছন্দ টেস্ট সব-ই চেঞ্জ হয়। আমার ক্ষেত্রেও তাই। এখন বেশ ভালোই লাগে খেতে।
আমার বাসার একটু সামনেই একটা রেস্টুরেন্ট আছে ❝ মিড নাইট ❞, কি যে অসাধারণ খিচুড়ি বানায় তারা। আমি আর @istiakahamed মাঝে মাঝে ই মন চাইলে সেখানে চলে যাই। খিচুড়ি, গরু/ মুরগি, সালাদ আর সাথে আমের টক ঝাল আচার.... এই প্ল্যাটার খাওয়ার পর মনে হয় ফুড ব্যাংকে ❝ অষ্টব্যঞ্জন❞ -র ( রেস্টুরেন্ট) রিভিউ যারা পোস্ট করেন তারা আসলে কিসের উপর ভিত্তি করে এতো র্যাংকিং করেন। তবুও খাবার টা ভাই যার যার টেস্ট বাডের উপর ডিপেন্ড করে। আমার ফুড টেস্ট আর অন্য কারো টেস্ট এক না হওয়াটাই স্বাভাবিক।।
আপনি ফুটবল ম্যাচ দেখে আর ঘুম হয়নি আর আমি ম্যাচ দেখতে উঠে বৃষ্টির কারণে আরাম পেয়ে ঘুমিয়ে পরেছি।এন্ড গ্যেস হোয়াট আমি যে দলকে সাপোর্ট করি তারা জিতে গেছে। হাহাহা কপি পেস্ট, সেইম টিমের সাপোর্টার।😁
আরেএএএএ ভাইইইইইইইইইই 🇦🇷🇦🇷🔥
Hi @asfekatisha, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON