চোখের মায়া ও এক হৃদয়ের বহমান নদী।

in BDCommunity4 years ago

photo-1607344563948-8eb7855393b0.jpeg
Image Score

নিশীথ রাতে জেগে ওঠা ঐ চোখের মায়ার ছলে,
মন পোড়ে যায় ব্যকুলতার এ কোন কোলাহলে,
মোহিত করে ফিরে এই মন প্রান্তরে,
থাক তুমি পড়ে কোন সে হিয়ার ঘরে,
যতদূরে রয়ে যাও, চারদিকে শুধু ধূ ধূ শূন্যতা,
কোন কূলে পড়ে আছ, মরূর বুকে ছেয়ে যায় ঐ নিস্তব্ধতা ;
হৃদয়ের টানে ফিরে এসে মিলিয়ে যাও দূর উদাসী ঐ তীরে,
কারে কি বা বলবো, ঘুরে ফিরে হাতড়ে দিগ্বিদিক,
না পাওয়ার শূন্যতার সাপে দংশিল যারে।
আর কোন দিন হয়তো বাজবে না বাঁশি,
কারো জন্য মন কাঁদবে না নীরবে,
চোখ মেলে বুঝে গেছি তার তৃনরাশি,
একরাশ ধোঁয়ায় মিলিয়ে দিলাম তায়,
অসীম শূন্যতায় সে যে বয়ে রবে;

photo-1505159940484-eb2b9f2588e2.jpeg
ImageSite
আর আমারে ডাক পাঠিয়ে লাভ নেই,
যোজন দূরে চলে গেলাম ফিরে,
ধূলিতে গড়াগড়ি, অলখে মনের নোঙর ফেললাম তীরে,
কে বা জানে মনের তটিনীর ভিড়ে,
যাবো একদিন উধাও হয়ে,
কিছু স্মৃতি হয়তো চোখের পাতায়, তোমার ডাক পাঠাবে,
অচেনা মানুষের খোঁজে মন কেমন করবে,
সে যে আমার বহু পরিচিত, তবুও তাকে চিনি না..
কে সে, দেখেছ কি খুজে তাকে, মাতাল হাওয়ায় তার আনাগোনা, অনুভব করো কি?
জানি হয়তো, তোমার গল্পে দু ফোটা অশ্রুজলের কোনো কিরন নেই,
এ তুমি অধরায় মিলিয়ে গেছ,
দীর্ঘশ্বাসের নিবিড় কাননে নদীর পানিতে বয়ে গেছ,
সাগরের মোহনায় পড়ে রবে, এ তোমার পরিচয়,
তখন আর নদীর মোহনায় বয়ে যাবে না...
হৃদয়ের নদী যদিও বয়ে যাবে....
বেদনায় ভরে উঠবে মন, বৃষ্টিস্নাত ঘোর বর্ষায় সে যে আনাগোনা,
মন প্রান্তরে ডুব দিয়ে এ ব্যথা ঠিকরে বেরোবো,দেখবে আবার কখনো সে খেলা..,সে লীলা......

{selfly composed poem }....©™