প্রিয় পাঠক আপনাদের উপর দেওয়ার জন্য আমার একটি ছোট্ট প্রচেষ্টা
ব্যাস্ত দিনে বাস্তবতায়,
ব্যাস্ত সারাক্ষনে,
অবসরেতে একটু সময়
আসিস কেন মনে,
জাগাস কেন স্বপ্ন যেটা
ঘুমিয়ে ছিল বেশ,
নতুন করে মোর কাছে বল
চাই কি অবশেষ?
কই,,,
পারলি না তো আমার গানে ,
থাকতে সুরে মিশে ,,,
সব কিছু বল ভালোই নিলি,
স্বাধটা পেলি কিসে,,?
তোর কারনেই বারন ভুলে,
ডায়রি পেল প্রান ,,,
বোবা পাতায় সাজিয়ে রেখেছে,
তোর সেই অভিমান ,,,
মনে পরে?
ষষ্ঠি পূজোর সকাল বেলায় ,
বৃষ্টি ঝরার দেশে,,
পাগল করা তোর হাসি মুখ,
হৃদয়ে বিঁধেছে এসে,,
ফোনের পাশে রাত কাটানো,
কন্ঠে গলার তোর ,,,
বুঝলামই না রাত ছাপিয়ে,
কখন হলো ভোর?
দেখব বলে একনজরে,
সেথায় সেথায় যেতাম,
টানতো আমায় যেথায় যেতিস,
চোখের তারায় পেতাম,,
মনের দেখা কল্পনাতে ,
আপন সুরে মিলে ,,,
সামনে দেখার গল্পটা তোর ,
ডায়রি নিলো গিলে ,,
দেখবি....!
দেখবি নাকি পৃষ্ঠা খুলে,
আবেগ দিয়ে মেখে ,,,
চোখটা তখন রঙিন হবে,?
জলের রঙে এঁকে,,,
সেটা যখন পারবি না বল ,
ঘুম ভাঙ্গালি কেন,,,?
এমন করে স্বপ্ন হলি,
আমিই রে তোর যেন ,,,?
কেন চোখের পাতার সামনে আসিস,
চাহিলে আকাশ পানে,,
বাতাস হয়ে ধরিস কেন ,
বলবি কি তার মানে?
শুনব না
শুনব না সেই যুক্তি গুলো ,
মুক্তি পেলি যেথায় ,,,
নতুন করে নিজের মত ,
বদলে গেছি সেথায় ,,,
কল্পনাতে আসবি না আর ,
না দেখতে যেন পাই ,,,
সব থেকে আজ তোকেই শুধু ,
থাকতে ভুলে চাই ,,,
শুধু থাকতে ভুলে চাই,,,