The Weekly Turni-Issue 57

in BDCommunity3 years ago (edited)

Monday, September 20, 2021
রবিবার ৪ঠা আশ্বিন ১৪২৮

𝕿𝖍𝖊 𝖂𝖊𝖊𝖐𝖑𝖞 𝕿𝖚𝖗𝖓𝖎


""Editorial""

Resonance


""I have all my subjects to hand. I go and look for them. I take notes. Then I go home. And before I start painting, I reflect, I dream.""....... Pierre Bonnard

For those who do not know him, Pierre Bonnard was a post-impressionist avant-garde French painter. His bold use of color and radical landscapes from the south of France is widely considered some of the most iconic works from the late 1800-early 1900 French school of art. I was fortunate enough to visit an exhibition today where there was a collection of 30 paintings by Bonnard alone. I have never seen this many Bonnard at the same time! I can't stop but reflect on what he said above. It is not only accurate for painting but perhaps true in writing and almost any form of visual and performing art as well.

Bonnard first moved to the French Riviera in 1904 and bought a modest villa, ""Le Bosquet"" at the hills of Cannes (yes! The place for the film festival). Bonnard always enjoyed the light from the south of France, the Mediterranean landscapes, which captures the luminosity of this painting you see here called Le Cannet, painted in 1910. He used to say,

""In the light of the Midi, everything is clearer, and the painting is in full resonance.""

I saw this painting in person a few hours ago. Let me tell you, this image that you see with this write-up does absolutely no justice to the original! The painting is so vibrant that you will be attracted to it from across the hall, and no matter if you are interested in art or painting, you will look at it for a while. It almost vibrates. You can practically hear the sea breeze going over the rooftop terrace of Bonnard'sBonnard's villa down into the gentle slope of the hill. You can almost hear the sound of the leaves moving in the wind and the late afternoon sun glowing on them. After more than 100 years, that is what this single painting can produce. It can produce resonance.

So I wish, whatever that you do, whatever that you are good at. Try to reflect, try to dream before you put that word on paper, that first keystroke on a blank page, or that first brush stroke on a canvas, or that first word of a recitation. Please dream. Otherwise, it is just words and or brush strokes. It'sIt's not magic.


--Le Cannet, 1910 by Pierre Bonnard; Bemberg Foundation, Toulouse


""কাডোলনামা""

- @notacinephile


রসহীন কাডোলে যুবকের ভারী ক্ষোভ
কষে ভুগে ভাবে সে, করেছিনু কেন লোভ?
বললাম, বন্ধু— শোন বলি দুটি কথা
কাডোলের পিছে তুমি ছোটো কেন অযথা?

কাডোল কাডোল করে যদি চাও রস,
ঘাড়ত্যাড়া কাডোলে ঘষে দেবে কষ।
উঠবেনা ত্যালেতেও, খেয়েছো গোঁ ধরা
যদি ডলো, জোরে ঘষো, খেয়ে দিবে জ্বরা
তার চেয়ে যাও বনে, খোঁজো গেছো-বিল্লি
মাফ চেয়ে, কাডোল দিয়ে, চলে যাও দিল্লী
দিল্লীর কবিরাজে খেত খুব কাডোল
সুন্দরী মেয়ে তার, পা গোল গোল
চলে যাও তারই কাছে, টাকা দিও দশ
ঝানু সে কষবিদ, কষ হবে বশ।

শুনে যুবক দেয় তালি, হাঁতে না, ইমোতে
বুঝলে না বুঝলে না, কষ কতো বামাতে

দিয়ে তালি হবে কি—কষে ছাড়ে নিশ্বাস
ভারী সে, বিষে ভরা কাডোলের অভিলাষ;
চাও যদি বাঁচতে—বাঁধো কাছা,মারো দৌড়;
দিল্লীতে দেখবে এ নিশা ফুঁড়ে নব ভোর।
ফের যদি কাডোলের অভিমুখে ফেরো হে
কষরাজের দিব্যি, বাঁচায় তোমায় শুনি কে?
দিল্লীর ললনা যে একবারই সারাবে
এরপর তাঁর দেখা চিরতরে হারাবে।


source


""Thank you!""

- @Chrysanthemum


Today is a good day to say thank you. Sometimes we forget to thank people we care about. A simple smile and thanks can make a huge change.

Culturally it differs from one another in so many ways. You can see people so cordial, talking in a friendly manner, or you can find people having no sense of courtesy at all.

Suppose you are entering a party or some usual visit to a relative's house nearby or even entering an office; the person before you will open the door first and go in; yes, that is okay, I guess. But in many cultures, it is expected in the essence of general manners to open the door and wait for the next person. These small actions might draw a significant impact on the person following next to them. You can say thank you to the lovely fellow after entering. It is also a part of the collective culture of good vibe and manners.

Courtesy can not be taught or be imposed forcefully. It varies from person to person as well. The so-called uncivilized tribe living deep into the forest of the Amazon may have its high culture practice or even a much noble manner of courtesy. But, here my point is to let you think about it. Give it a thought and spread the good vibe of peace agendas like this one.

This type of collective behavioural practice can promote such discourses for a society to reach the top of the entire race of human beings. Moreover, many can disagree with me on some points. I've mentioned collective gain earlier. Now, I want to focus on personal growth, and for it; I would say; this single attitude or manner could change your entire surroundings, and others approach you and vice versa. You will feel it. You will notice the subtle changes regarding you and your living ambience.

Your conduct defines you. Sometimes not, actually. You can be a good actor as well. But when needed, you must do the needful action. It must be determined by your and only your conscience. However, here I want to focus on our thanksgiving culture that shaped our true identity of Bangali as a collective one.

From the very beginning of Bengali culture, we have had a great practice of hospitality. Bengalis are well known for this particular culture. Blood relatives to friends, near ones to unknown visitors; we embrace all wholeheartedly. Still, it is seen in the practice of cultural and religious festivals. Which may remind you of the harmony of living in a multicultural setting.

So, say thank you wholeheartedly. The person next to you might expect it. Who knows might be worth it as well.


""Unexpected disasters""

- @minhajulmredol


.

It's not always me who is at fault. Sometimes the other person is at fault, too, but we take the blame most often, and in some cases, you are not even there to protest. Clueless? Hehehe, I am breaking down right away. If you ride with bikes, then you must have got this already. Both of the clashing parties on the road should be careful about their respective responsibilities on the highways.

A few days ago, my friend and I were saved from an accident by the grace of Almighty. A truck suddenly came through the wrong way in front of us all of a sudden, and we got down from the road instantly. I was like, ""What the f*** just happened!"" My friend replied, ""That was not my fault at all."" Okay, I am also admitting it was not his fault, but who the hell would protest against the carelessness if something had happened? None! It 's just an accident or luck—It'd be seen as either of these.

In some cases, you would be lucky enough to thank the Almighty, and in the reverse scenario, people would say ""Rest in Peace."" This is life. Nobody is in control of his own fate. There was an incident with a little brother of my locality whose father met with an accident while travelling by rickshaw. A CNG hit him due to brake failure. There was no fault of him or the rickshaw puller. Still, they are the one who is suffering. The rickshaw was damaged, and the uncle faced injury in the brain. No-fault of him still. He paid the damage.

So life is not all about our own faults only, and some situations are such that you can't even complain about them. We all must be careful at all times and hope for the best from the Almighty. After all, He is the best planner.


""এবি নেগেটিভ।""

- @tajimkhan


আজকে স্বপনের বিবাহ বার্ষিকি। খুব সাধারণ একটা ছেলে স্বপন। স্বপনের স্ত্রীও ওর মতই সাধারণ। বিবাহ বার্ষিকীতে এবার মুখ ফুটে উপহার চেয়েছে সে। খুব বেশি কিছুনা। একটা বড় ডায়পারের বক্স। সামনের সপ্তাহে ওর ছোট বোনের বিয়ে। বিয়েতে বাচ্চাকে ডায়পার পরায়ে নিয়ে যাবে। এই সামান্য প্যাম্পার্সকে অনেক আভিজাত্য মনে হয় ওদের। কিন্তু বাচ্চাটা খুবই ফুটফুটে। সবাই কোলে নিতে চায়। বিয়ের অনুষ্ঠানে বাচ্চাটাকে কোলে নিতে-নিতে কেউ যখন জিজ্ঞেস করবে "প্যাম্পার্স পরানো তো?" তখন যাতে অস্বস্তিতে না পরতে হয়।

বউয়ের জন্য এই ছোট্ট আবদার পূরণ করতে পারবে ভাবতেই গালের কোণায় হাসি উকি দিচ্ছে স্বপনের। আজকে আধা কেজি গরুর মাংস কিনবে সে। সেই গত ঈদের সময় শেষ গরুর মাংস খেয়েছে।
হাসিমুখে টাকা গুনছে স্বপন। ডাক্তার বললো, " আপনারা হচ্ছেন সাধারণ লোক না বুঝলেন। একশ জনে একজনও পাওয়া যায়না এবি নেগেটিভ। নিয়মিত যখন রক্ত দিচ্ছেন, তাহলে স্বাস্থ্যের খেয়াল রাখবেন।"

কদম ফুল না পেয়ে বেলী ফুল কিনছে স্বপন। ওর স্ত্রীর কদম ফুল বেশী পছন্দ। কিন্তু এই সামান্য একটা বেলীফুলের মালা পেয়ে কি যে খুশি হবে মেয়েটা! স্বপন আপনমনে ভাবলো, মেয়েটা খুব সাধারণ।


""প্রেমিক""

- @shahinaubl


অপেক্ষার প্রহর গুনছে,কেউ পিছন থেকে ডাক দিয়ে ওকে থামাবে।

যেই ছেলেটা এইমাত্র মাথা নীচু করে বেরিয়ে গেলো সবার সামনে!
ও আমার প্রেমিক!

ও আমার প্রেমিক,
যে কিনা শুধু আমার হাত ধরবে বলে,
তিনটি বছর অপেক্ষা করেছে। যে কিনা আমার অবহেলায় কখনো ক্লান্ত হয়নি।

যার কাছে হাজারো বায়না মানে আমি, যে কিনা আমার চোখের দিকে তাকিয়ে পৃথিবী ভুলতে চায়।

যে আমার মুঠোফোনের শুষ্ক চুমুতে, চোখ বন্ধ করে সারা দিনের ক্লান্ত নিঃশ্বাস ফেলে।

যার কাছে আমি মানে হাজারো প্রেমের গল্প।
যার কাছে শাড়ি চাইলে চুড়ি এনে দেয়, চুড়ি চাইলে এক মুঠো ভালোবাসা ,

কিছু চাইলে হাজারো রং, না চাইলে হাজারো ভালোবাসা।
খেতে চাইলে বাদাম,না খেতে চাইলে শুষ্ক চুমু।

ওকে যখন আমি আমার ভেতরটা দেখতে বলি , আমার বুকের তিলটুকু দেখেই চোখ নামিয়ে ফিরিয়ে নেয়।

যে কিনা আমার অবাধ্যতায়, নিজের ভালোবাসা খুঁজে বেড়ায়। আমি নাকি বেশ পাগল , আমার লম্বা চুলে মুগ্ধতা খুঁজে বেড়ায়।

ও আমার প্রেমিক,
যার উস্কোখুস্কো চুল , মনের মধ্যে নিরবতা, অনেক রাগী, একটু পাগল পাগল, মেরুদন্ডটাও বাঁকানো,কুজো হয়ে হাঁটে,ভয়ে ভয়ে রাস্তা পার হয়।

যে কিনা বন্ধুদের আড্ডায় আমার ছবিটা লুকিয়ে লুকিয়ে দেখে বলে, না পৃথিবীর সবচাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে।

ও আমার প্রেমিক,
যে কিনা নিজের শখের বদলে, আমার শখ পূরণে ব্যস্ত থাকে। যার কাছে আমি মানেই সবটা।

ও আমার প্রেমিক,
যে কিনা অনেক ফুলের নাম জানে না,জানে না কিভাবে কথা বললে মেয়েরা আকৃষ্ট হয়। না জানে কবিতা, না জানে গান গাইতে। যে কিনা অংকেও কাঁচা।

আমিও তার সেই অবাধ্য প্রেমিকা, যার কিনা তার কথাতেই পা থমকে যায়। যার নিরবতায় কষ্ট হয়। আমিও চাই কোন এক মেঘলা বিকেলের চায়ের আড্ডায় মুখ ফস্কে বলে দেবো
ও আমার প্রেমিক!

IMG_20210825_143057.jpg


""অজানাকে জানার ইচ্ছা""

@riazud

যখন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসি তখন আমাদের কারও মস্তিষ্কেই এই পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই থাকে না, যা আমরা দেখি সবই আমাদের কাছে নতুন লাগে এবং এই সমস্ত নতুন জিনিস জানার জন্য আমাদের মস্তিষ্কে প্রশ্ন জাগে। মানুষের মস্তিষ্ক সবসময় অজানা জিনিস জানার জন্য খুব কৌতূহলী। একটা বিষয় আমরা লক্ষ্য করব যদি আমরা ছোট বাচ্চাদের দিকে তাকাই তাহলে দেখব যে তাঁরা সব সময় বেশি প্রশ্ন করে থাকে। এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার পিছনে কারণ হল যে একটি শিশু হিসাবে তারা অনেক কিছু জানে না এবং যখন তাদের সামনে নতুন কিছু আসে তখন তারা প্রকৃতগতভাবেই সেই জিনিসটি জানতে পছন্দ করে এবং তারপর তারা প্রশ্ন শুরু করে। এটাই স্বাভাবিক। ফলস্বরূপ, তারা তাদের গুরুজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে। বড়রা যেভাবে তাদের প্রশ্নের উত্তর দেয়, সেভাবে শিশুরা সেসব নতুন জিনিস শেখে এবং পরিচিত হয় এবং তারা সেভাবে চিন্তা করতে শুরু করে।

বাচ্চাদের মন সবসময়ই খুব সৃজনশীল। যখন তারা একটি নতুন জিনিসের সাথে পরিচিত হয়, তখন তারা একটি নতুন উপায়ে কাজ করে। চিন্তা করে শিশুটি কিছু অসাধারণ ধারণা প্রকাশ করতে পারে। কখনো কখনো ছোটদের প্রশ্নগুলো বড়দের অবাক করে দিতে পারে। সুতরাং, আমার কাছে মনে হয়েছে যে আমাদের কখনই শিশুদের প্রশ্ন করা বন্ধ করার চেষ্টা করা উচিত নয়। আমি জানি যে বাচ্চারা অনেক প্রশ্ন করে এবং কখনও কখনও এটি খুবই বিরক্তিকর মনে হয় আমাদের কাছে কিন্তু আমাদের তাদের প্রশ্ন করা থেকে বিরত রাখা উচিত নয়। যদি আমরা বাচ্চাদের প্রশ্ন করা থেকে বিরত রাখি, আমরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা মস্তিষ্ককে থামিয়ে দেব, অন্য কথায়, যখন আপনি কোনো ছোট শিশুকে একবারে প্রশ্ন করা বন্ধ করে দেবেন তখন সে ভয় পাবে এবং পরের বার প্রশ্ন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে।

যখন আমি ছোট ছিলাম এবং যখন আমি নতুন কিছু দেখতাম তখন বিশেষ করে আমার বাবা-মাকে প্রশ্ন করতাম। আমার বাবা আমাকে সবসময় প্রশ্ন করতে অনুপ্রাণিত করতেন। সেসময় যখন আমি আমার বাবাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তখন উনি মজা ছলে আমার সব প্রশ্নের উত্তর দিতেন, কখনো বিরক্ত হতেন না। তারপর থেকে, প্রশ্ন করা আমার অভ্যাসে পরিণত হয়ে গেল এবং তারপর যখনই নতুন কিছু দেখতাম বেশিরভাগ সময় আমি আমার বাবাকে প্রশ্ন করতাম। আমি তার উত্তর থেকে নতুন জিনিস শিখতাম এবং ভাবতাম।

আমি এখনও একটা ঘটনা মনে করতে পারি যে যখন আমি ছোট ছিলাম তখন একটি জিনিস দেখার পর আমার মনের মধ্যে একটি প্রশ্ন ছিল এবং তখন আমার কাছে আমার বাবা ছিল না, সেই সময়ে আমার এক আত্মীয়কে দেখে আমি উনাকে প্রশ্ন করে বসলাম, আমি তাকে বললাম, "আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?" একথা বলতে না বলতেই উনি রীতিমতো রেগে গেলেন এবং রাগান্বিতভাবে উত্তর দিলেন, "না, তোমার আমার কাছে কিছু জিজ্ঞেস করার দরকার নেই এবং আরও বললেন বড়দের প্রশ্ন করা বেয়াদবির সামিল।" একথা শুনার পর আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। সেই সময় আমি অনেক ভয় পেয়েছিলাম এবং সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি তাকে আর কোন প্রশ্ন জিজ্ঞাসা করিনি।

পরিশেষে, আমি একটি কথা বলতে চাই যা কখনোই শিশুদের প্রশ্ন করা অবস্থায় থামিয়ে দেয়া উচিত না। কারণ আমি বিশ্বাস করি যে প্রশ্ন করা শিশুদের সৃজনশীলতা প্রকাশের অন্যতম সেরা উপায়। যদি আমরা তাদের প্রশ্ন করতে বাঁধা দেই তাহলে তাদের সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকবে এবং তাদের সৃজনশীল মনের ভাবনাগুলোও হারিয়ে যাবে।


""নবগঙ্গার পাড়""

- @Kinab



𝕰𝖓𝖉 𝕹𝖔𝖙𝖊𝖘


~Do not forget to join our next weekly hangout on at Friday 10 pm GMT +6~

Sort:  
Loading...
 3 years ago  

"This image that you see with this write-up does absolutely no justice to the original! The painting is so vibrant that you will be attracted to it from across the hall, and no matter if you are interested in art or painting, you will look at it for a while. It almost vibrates. You can practically hear the sea breeze going over the rooftop terrace of Bonnard'sBonnard's villa down into the gentle slope of the hill. You can almost hear the sound of the leaves moving in the wind and the late afternoon sun glowing on them."

The difference between watching and feeling a painting. And if you start feeling the painting, you will certainly feel the emotions of the artist behind the strokes or shapes or the lines.

@riazud Childrens are always curious and yes, we shouldn't stop their curiosity.

Resonance:

So I wish, whatever that you do, whatever that you are good at. Try to reflect, try to dream before you put that word on paper, that first keystroke on a blank page, or that first brush stroke on a canvas, or that first word of a recitation. Please dream. Otherwise, it is just words and or brush strokes. It'sIt's not magic.

I like to dreaming before i go for anything . That's helps me to do better and makes me more thinkful . It's also helps me for increase my success rate.

very good publication friend, thank you and congratulations

In some cases, you would be lucky enough to thank the Almighty, and in the reverse scenario, people would say ""Rest in Peace.""

Very true. Not everything that happens has to be someone’s fault. We don’t have to look for someone to blame all the time, sometimes things just happen because they’re meant to be and all we can pray for is that we end up being on the better side.

Great talent inside of you. More good works from you

I really appreciate the amazing work by you, we'll details, keep growing in knowledge.