ভাই, সত্যি কথা বলতে গেলে আমরা পশ্চিমাদের দাসে পরিণত হচ্ছি। তারা(পশ্চিমারা) একটা স্ট্যান্ডার্ড তৈরী করে দিবে আর সেটা অনুসরণ করলেই তুমি সভ্য আর না হয় তুমি অসভ্য। তারা আপনাকে স্বাধীনতা শিখাবে অথচ তারা নিজেরাই অন্যের সম্পদ লুট করে নিচ্ছে। আর আপনি সেটা বলতে গেলেই আপনাকে জঙ্গী বানানো হবে। বদল নাস্তিকেরা নতুন একটা পয়েন্ট বের করেছে যে আধুনিক বিশ্ব কারা দিয়েছে? কিন্তু ওই বলদেরা বুঝে না, তারা আমাদের দিয়ে কাজ করিয়ে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছে। পশ্চিমাদের প্রত্যেকটা চিন্তা ধারা ব্যবসায়িক। তাদের একটা কাজও প্রকৃতপক্ষে মানব কল্যাণের জন্য না। সবই ব্যবসায়িক। আসলে আমাদের মানসিক দাসত্ব থেকে বের হওয়া প্রয়োজন।
তাদের কনসেপ্ট হচ্ছে খাও দাও ফুর্তি করো। সবই ব্যক্তিকেন্দ্রিক চিন্তাধারা। আর এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ধারা মানুষের মধ্যে সামাজিকতার বিলুপ্ত ঘটাচ্ছে। ফলে মানুষ আর সমাজকে নিয়ে ভাবছে না শুধু নিজেকে নিয়ে ভাবছে।