Pumpkin flower pokora Recipe.

in BDCommunity4 years ago

Hello friends how are you all?Hope you all doing great, i am also well by the grace of almighty ALLAH.

Today i just going to share my cooking, today i will share Pumpkin flower pokora Recipe.
IMG-20210131-WA0006.jpg

Let's start how to make it:

কুমড়ো ফুলের পকোড়া

উপকরণঃ

  • কুমড়ো ফুল - ২০টা
  • মুসুর ডাল বাটা- ১ কাপ(১ ঘন্টা পানিতে ভিজিয়ে বেটে নেয়া)
  • চালের গুড়ো - ১/৩ কাপ
  • বেসন - ১/৩ কাপ
  • আদা-রসুন বাটা- ১ চা-চামচ
  • মরিচ গুড়ো - স্বাদ মত
  • হলুদ গুড়ো - ১/২ চা-চামচ
  • গরম মসলা গুড়ো - ১/২ চা-চামচ
    ‌‌* লবন- স্বাদ মত
  • ধনেপাতা কুচি - পরিমাণ মত
  • ভাজার জন্য - তেল
  • পানি- পরিমাণ মত

পদ্ধতিঃ

[ ] প্রথমত ফুলগুলোর পরাগ রেনু হাত দিয়ে বের করে নিলাম। এরপর ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম।

[ ] একটি বাটিতে মুসুর ডাল বাটা, চালের গুড়ো, বেসন নিয়ে মেখে নিলাম।

[ ] এরপর একে একে আদা-রসুন বাটা, মরিচ গুড়ো, হলুদ গুড়ো, গরম মসলা গুড়ো, পরিমাণ মত লবণ ও ধনেপাতা দিয়ে মেখে নিলাম। এরপর একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে সব উপকরণ মেখে মিশ্রণটি তৈরি করে নিলাম।

[ ] মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন না করে কুমড়ো ফুলে মেখে নেওয়া যায় এমন করে তৈরি করলাম।

[ ] ভাজার জন্য পরিমাণ মত তেল কড়াইতে নিয়ে গরম করার জন্য চুলায় দিয়ে দিলাম।

[ ] এবার একটি করে ফুল মিশ্রণটিতে নিয়ে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে গরম তেলে দিয়ে দিলাম।

[ ] ভাজার সময় পকোড়া বাদামী বর্ণের হয়ে গেলে তুলে নিলাম। এক এক করে সবগুলো ভেজে নিলাম। অতিরিক্ত তেল টেনে নেয়ার জন্য টিস্যুর উপর পকোড়া গুলো রাখলাম।

[ ] সাধারণত কুমড়ো ফুলের পকোড়া গরম ভাত বা খিচুড়ির সাথেও খাওয়া যায়। আমি টমেটো সস দিয়েই পরিবেশন করলাম।

IMG-20210130-WA0012.jpg

IMG-20210131-WA0008.jpg

IMG-20210131-WA0007.jpg

IMG-20210131-WA0004.jpg

IMG-20210131-WA0005.jpg

IMG-20210131-WA0010.jpg

IMG-20210130-WA0003.jpg

IMG-20210131-WA0006.jpg

Best Regards @bristy1 and Special thanks to All Friends who are supporting this Post.

Sort:  

Hi @bristy1, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON


If i delegate 500hp then how much vote i got in my post? can you tell me plz.@bdcommunity