শুরু থেকেই শুরু করা ভাল। তেনার কথা, তেনার কথার কথা আর তেনার হাল্কা ফুলেল নীল ভালোবাসার কথা শুরু করছি।
...
....
.......
তিনি ছিলেন সবুজের উপাসক!
প্রশান্তির পরশ বুলানো শিশির ভেজা ঘাসে তিনি খুঁজে পেতেন নিখাদ আনন্দের ঝলকানি। তার হৃদয় প্রসারিত হয় প্রকৃতির এই উদ্বেল আনন্দ মেলায়। তাকে ভালোবাসতে শেখায়, মহান হতে শেখায়, সেই রঙ গায়ে মাখিয়ে মুখর হতে শেখায়।
অপ্সরা তিনি; প্রকৃতির মতই কোমল আর কঠিন এর মিশেল ব্যক্তিত্ব যেন তেনার রুপ মকুটের যেন উজ্জ্বল এক পালক।
আমি তাকেই ভালোবাসি। তার জন্য বসে থাকি পথ। তিনি ধরা দিয়েও যেন অধরায় থেকে যান। প্রকৃতির প্রতি আমার যে অনুরাগ তা তেনার দৌলতেই। তিনি চিনিয়েছেন অই লতা, গুল্ম আর ফুলের পাপড়ি। হৃদয়ে জাগিয়েছেন আমৃত পঙতিমালা। স্তুতি ছড়িয়ে তার কতটুকু সুবিচার করতে পারছি জানিনা। তবু তেনার মুখে শব্দের বাঁশি শোনার লোভ আমাকে থামতে দেয়না।
তেনার সুরেলা আবৃত্তি প্রকৃতির সুবর্ণালতায় ফুটায় লাল-নীল পাপড়ির আবরন। তিনি গান গেয়ে ঘুম ভাঙান দিনমনী সূর্য তলের প্রজাপতি রাজ্যের সুবর্ন প্রজাদের। তখন আমি কান পেতে থাকি। শুনতে ভালো লাগে সেই সুমধুর তান। দুর্বা ডগার মত লকলকিয়ে বেড়ে ওঠে তেনার প্রতি আমার টান। তিনি যেন বুঝেও বুঝেন না। দেখও নির্লিপ্ত হওয়ায় বোধকরি তিনি ছিলেন মাহির।
তাই আজকাল কবিতায় খুজে ফিরি তেনার অডোর। যেদিন তিনি মালা গেঁথে পথ চেয়ে থাকার মরমে খুজে পাবেন প্রকৃতির রঙ, মাতাল করা সেই বসন্ত গোধুলির সাথে আপনার চুলের গন্ধে সেদিন আমি হব মাতাল উন্মুখ।
ভালোবাসার গান আমরা ছড়িয়ে দিব অন্তরিক্ষে। আপনি শুধু গোল চোখে তাকিয়ে দেখবেন সেই সুরে কেমন নেচে উঠছে এই ব্রহ্মান্ড।
সেদিনও আপনাকে ভালোবাসি।
যেমন বাসি আজ!
আপনার সেই প্রকৃতি রুপ সাজ!
ভালো থাকবেন......
Hi @chrysanthemum, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
Good Grass Photography
Thank you.