আজ রোদ্দুরটা ভিষণ ঝকঝকে। চোখ কেমন যেন ধরে আসে। ফিকে হয়ে আসা ছায়াগুলো মাড়িয়ে এই পিচঢালা পথে নামব বলে আজ ডিঙিয়েছি চৌকাঠ। তোমায় পাবার বা না পাবার মুহুর্তেরা যেন ছুটে চলেছে এই তপ্ত রোদের ঝিকিমিকির সাথে। রোদের সাথে আমি সাজিয়ে দেব তোমার বিচ্ছিন্ন মলিন অন্ধকারগুলো। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে।
কারণ,
রোদ বলেছে হবে...!
তোমার সৃতিরা ঘুরে ফিরে আসে বারংবার। আমার এই অন্ধকার ভুতুড়ে শহরতলির অলিতে গলিতে। নির্মোহ দৃষ্টিতে তুমি চেয়ে থাক ওই দূরের উড়ে যাওয়া শালিকের ফেলে যাওয়া পথের দিকে। আমি সুতো কাটা ঘুড়ির মত গোত্তা খেয়ে খেয়ে একদিন তোমার বারান্দায় এলিয়ে থাকব। সেই সাধ ধারন করে পিছিয়েছি সান্ধ্যনগরীর অলস ঘোরাফেরার কাল।
তুমি এসে দেখবে না? কালো চোখ তোমার কিসের ভাবনায় আজ উদাস? তুমি কি রোদের সাথে মিতালি করবে আজ? নাকি রোদ তোমার বড্ড অপছন্দ। বরং বৃষ্টির ছাঁট কবে তোমার কপোল ছোঁবে তার জন্য বসে আছ অনুক্ষণ। রোদের জন্য আমি কবিতা লিখেছি। শুনিয়েছি সেই তোমার কথাই। রোদের সাথে মিশে আছে আমার কবিতার সেই সুর।
কান পেতে শুনে দেখো; অমন করে তোমার কথা, তোমায় ভালোবাসার কথা কে কবে তাকে বলেছে। যে তেজ আজ মাখিয়েছি গায়ে সে তো তোমারে মুক্ত করার বাসনায়। অবরোধবাসিনী হয়ে চার দেয়ালের প্রাচীর তুমি ডিঙাতে চেয় একবার। দেখবে আমি রোদের পালকি নিয়ে দাঁড়িয়ে আছি তোমার চৌকাঠের পরে।
একবার আগল খুলে বাইরে এস প্রিয়ে। দেখ এই ঝলমলে দিন কেমন করে তোমায় আপন করে নেয়। তোমার চুলে, আঁচলে আর খোপার বেড়ীতে কেমন খেলে বেড়ায় বসন্ত বাতাস। তুমিতো অন্ধকারের নিশি প্রদীপ নও। তবু কেন তোমার এ মলিন বেশ। ঘর ছেড়ে বাইরে এস প্রিয়। দেখ কেমন দিকবিদিকে ছুটে চলেছে এই রোদের ভেলা। তুমি কি তা চেখে দেখবে না? তাকি হয় বল?
ভালোই হয়েছে আমার ইদানিং। সম্পর্কের আমদানি রফতানি করেছি রফা। নতুন করে আর মায়া বাড়িয়ে কি লাভ বলো? অনেক তো হল, আর নাহয় দূরের পাহাড়ে চলে যাব।
চিন্তা নাই,
রোদ বলেছে হবে...!
চিনে নেবার সময় যখন ফুরিয়ে যাবে, তখন আমাকে খুঁজে আর লাভ নেই। পুরনো ঠিকানাবদলের রঙ ফিকে হয়েছে বহুকাল আগেই। তখন যদি আমার সন্ধান চাও তবে রোদের সাথে কথা বলো, পেয়ে যাবে। যে নদীটা বেচে পাহাড়টা কিনেছি তাতে মৃদুমন্দ হাওয়া বয়ে চলে অবিরাম। রোদ আর আলোছায়ারা খেলা করে চুড়ার গাছগুলোর ফাঁকে ফাঁকে। ডাকে পাখি। নেচে বেড়ায় বুনো হরিণ শাবকেএ দল।
এখানে সময়কে আমি বেঁধে ফেলেছি মায়ার শেকলে। দিন আর রাত, মাস আর বছর সবি যেন একাকার হয়ে মিশেছে চুড়ার ওই দিগন্তে। রোদেরা আমার শেখানো স্তুতি সুরে বারে বারে যেন তোমার কথাই বলে চলে। দূরের ঝর্ণা আর পাখালিরা হল্লা করে তোমার আগমন প্রত্যাশায়।
কবে আসবে তুমি?
কবে ছিন্ন করবে সব মায়া আর কায়ার মোহ?
চেয়ে আছি তাই তোমার আগমন পথের পানে। আজ এস এই হিজলতলের ছায়ায়, দেখ এই মায়াময় প্রকৃতির রুপ।
আর এই ভাবনা বিলাসের ত্রুটি ভুলে আমার ভালোবাসায় অবগাহন কর প্রিয়ে।
আমি জানি তুমি আসবে। আমার ভাবনা বিলাসী মনের বারান্দায়। একদিন! কারন আমি রোদকে জানিয়েছি তোমার আগমন খবর আগামে।
রোদ বলেছে হবে....!
ইতি!
রোদ,নীলিমা আর আবেগের দারুণ বহিঃপ্রকাশ ।
ধন্যবার আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন....
তোমার স্মৃতিরা ঘুরে ফিরে আসে বারংবার 👌👌👌
মন্তব্যের জন্য ধন্যবাদ! লিখাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।
শুভেচ্ছা জানবেন।