What parents or family should do to their children?

in BDCommunity4 years ago

Hi friends , how are you all ? to day i want to share some thought about our parents activities . One thing I noticed was that if you ask someone my grandfather's age, you will see that most of them would rush out of the house at the age of fifteen or sixteen, either in pursuit of a livelihood or in a hurry to stand on their own two feet. From there they started walking.
Some wrote a letter to the family every month or two or three months informing them of their condition. After a long time, he used to spend a long time with his family on a holiday.

একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, আমার বাপ দাদার বয়সের কাউকে জিজ্ঞেস করলে দেখা যাবে তারা বেশিরভাগই পনেরো ষোল বছর বয়সে বাসা থেকে বের হয়ে জীবিকার তাড়নায় হোক বা নিজের পায়ে দাড়ানোর তাগিদেই হোক হুট করে বাসা থেকে বের হয়ে পড়তেন। সেখান থেকে তাদের পথ চলা শুরু।
কেউ কেউ প্রতি মাসে বা দুই তিন মাসে পরিবারের কাছে একটা চিঠি লিখে জানান দিতেন তাদের অবস্থার। দীর্ঘকাল পরে এক ছুটিতে পরিবারের সাথে দীর্ঘ এক সময় কাটাতেন।

123197485_3458933844190089_1323077838590618603_nsdw.jpg

But our lives are much easier now. Parents want to keep the responsibility When you go out of the house at that age, many obstacles will come from your own family. Many people think that their children can be ruined. But this opportunity was not like before. As a result, most of us do not go out and see the sky or realize the urge to walk on our own feet a little late.

Due to technological advancement, we are now able to search every moment. Even our parents are worried about us. But at one time they were sure about the condition of their child through that little letter.

কিন্তু আমাদের জীবন অনেকটা সহজ এখন। বাবা মায়েরাই দায়িত্ব নিয়ে আগলে রাখতে চান৷ ওই বয়সে বাসা থেকে বের হতে গেলে অনেক গুলো বাধা নিজের পরিবার থেকেই আসবে। অনেকের ধারনা তাদের সন্তান নষ্ট হয়ে পড়তে পারে। অথচ আগে যেমন এই সুযোগ ছিলো না। যার ফলে আমাদের বেশিরভাগের বের হয়ে আকাশ দেখা হয়ে উঠে না বা নিজের পায়ে চলার তাগিদটা একটু দেরিতে অনুধাবন করি।

টেকনোলজিকাল এডভান্সমেন্টের কারনে এখন আমাদের প্রতি মুহুর্তের খোঁজ জানা যায়। তাও আমাদের পিতামাতা আমাদের নিয়ে দুশ্চিন্তায় ভুগেন। অথচ এককালে তারাই সেই সামান্য কয়খানা চিঠির মাধ্যমে নিশ্চিত থাকতেন তাদের সন্তানের অবস্থা নিয়ে।

IMG20210220141602.jpg

If you look at the example of the subcontinent, you will find thousands of people who have moved out of the family despite having a good amount of real estate or a fairly secure future with a stable economic background, and they have taken a different approach to the future of the subcontinent.

আপনি উপমহাদেশের উদাহরন খুজলেই এমন হাজার হাজার মানুষ পাবেন যারা পরিবারের বাইরে বের হয়ে গিয়েছিলো তাদের স্থাবর সম্পদের পরিমান ভালো থাকার পরেও বা স্টেবল ইকোনমিকাল ব্যাকগ্রাউন্ডের মোটামুটি নিরাপদ ভবিষ্যতের অধিকারি হয়েও এবং উপমহাদেশের ভবিষ্যত দিকের অগ্রগতির জন্য এরাই ডিফারেন্ট এপ্রোচে এগিয়েছিলেন।

IMG20210220141624.jpg

At the end of the day, everyone wants a secure future. But aren’t we increasing our dependence by keeping an eye on the child like this day in and day out which is slowing down our walk a bit? No, I'm not talking about myself. The barriers in my family are relatively low. But from an overall point of view, it's probably time for parents to think about it.

দিনশেষে সবাই একটা নিরাপদ ভবিষ্যত চায়। কিন্তু দিন দিন এভাবে সন্তানকে চোখে চোখে রাখার মাধ্যমে আমরা কি ডিপেন্ডেন্সি বাড়াচ্ছি না যা আমাদের চলার গতি সামান্য কমিয়ে দিচ্ছে? না, আমি আমার কথা বলছি না। আমার পরিবারে অপেক্ষাকৃত বাধা কম। কিন্তু সামগ্রিক দৃষ্টিকোন থেকে ভাবলে সম্ভবত এ বিষয়ে অভিভাবকদের চিন্তা করার সময় এসেছে সম্ভবত।