হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । আশ করি সবাই ভালো আছেন । আমিও আল্লহর রহমতে ভালো আছি । আজকে আমি আপনাদের সাথে আমার সিলেটে ঘুরাঘুরির ভিডিও নিয়ে আসলাম । গত বছর বর্ষার শুরুর দিকে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম বাংলাদেশের কাস্মীর খ্যাত সিলেট জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে । সিলেটের চা বাগানের ভিতর দিয়ে আকা বাকা সড়ক ধরে ঘুরে বেড়িয়েছি । একে একে সাদা পাথর, রাতারগুল , জাফলং সহ ঘুরে বেড়িয়েছি বেশ কিছু স্পট । সেই সাথে কিছু ঘুরাঘুরির স্মৃতিগুলা ক্যামেরাবন্দি করে রেখেছি ভিডিও আকারে। আজকে সেই ভিডিওটিই আপনাদের মাঝে শেয়ার করেছি । আশা করি আপনাদের ভালো লাগবে।
▶️ 3Speak