এক নতুন আলোর সন্ধানে

in BDCommunity3 years ago

আকাশের রক্তবর্ণের চাঁদের দিকে তাকিয়ে ছিলাম। আর অবাক হয়ে ভাবছিলাম , কত দ্রুত একটা জীবন বদলে যায় !
IMG20220505145235.jpg

দুদিন আগে ও চাঁদটকে দেখে মোহগ্রস্ত হয়ে গিয়ে ছিলাম । পুঞ্জ পুঞ্জ মেঘ , সেই চমৎকার আলো -আঁধারের মিশ্রন, রাত্রির অসম্ভব নিস্তব্ধতা ,মাঝে মাঝে একটু হিমশীতল বাতাসে যেন আমাকে দূরের কোন এক অজানা দেশে কল্পিত স্বর্গে নিয়ে গিয়েছিল ! সব মিলিয়ে মহুূ্র্তটি ভুলবার মত নয় । আমি এখানে নাদিরার জন্য এসেছিলাম ।
এই জায়গাটি তার খুব প্রিয়। কিন্তু জানি , আজ সে আসবে না । কোন এক অজানা রাজ্যে হারিয়ে গেছে । দুদিন আগের সেই মোহগ্রস্ত চাঁদটি আজ কেমন মলিন হয়ে গিয়েছে । প্রাণহীন এই জড় বস্তুটাকে আজ ভয়ঙ্কর এক রাক্ষস মনে হচ্ছে ।এখন সে তার সব সৌন্দর্য হারিয়ে ,কেমন এক হাস্যকর বস্তুতে পরিণত হয়ে ছে । ঠিক যেন আমার মত !
৩৭ টি মেডেল পাওয়া , ১৯ টি পুরস্কার ও অসংখ্য ক্রেস্ট পাওয়া ছেলেটিকে দেখে মনে হবে , জীবনে বেচেঁ থাকার কোন আসা , বিন্দুমাত্র ইচ্ছা তার ভেতর অবশিষ্ট নেই । সমস্ত শক্তি - সাহস , স্বপ্ন-ভালবাসা , সব হারিয়ে গেছে । কেনই বা এমন হবে না ? জীবনে অসংখ্য গল্প-কবিতায় এমন করুণ পরিণতি সে দেখেছে । কিন্তু কখনো অনভুব করতে পারে নাই , ঠিক যেমনটি আমরা পারি না । ক্লাস 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছে । কিন্তু ক্লাস টেনে পর পর দইুবার ফেল করায় , স্কুলের নিয়ম অনযুায়ী তাকে বের করে দেওয়া হয়েছে। এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় , সময়ের সাথে ছেলেখেলা করে , আর নিজেকে দেখে হাসে । কি বিচিত্র মানুষের জীবন , তাই না ?
সাত বছর বয়সে আমি মাকে হারিয়েছি । বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল অনেক আগেই ।এরপর হঠাৎ একদিন সড়ক দূর্ঘটনায় মা আমার কাছ থেকে বিদায় নিলো। আর আমি অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলি । আমার ব্রেন খুব খারাপভাবে জখম হয়ে ছিল । কিন্তু মেটামুটি তিনটি অস্ত্রপোচার করার পর ১১ মাসের মাথায় , আমি স্বাভাবিক জীবনে ফিরে পাই । আমাকে নিয়ে যাওয়া হয় এক অনাথ আশ্রমে । সে খানেই দুবছর ছিলাম । এরপর একদিন
আমাকে জানানো হয় আমি সুস্থ হয়ে উঠেছি , আমি যদি চাই তবে আবার পড়াশোনা করতে পারব । সম্পূর্ণ খরচ দিবে কিছু অভিজাত আন্তর্জাতিক মানবকল্যাণ সংস্থা । কিন্তু তার জন্য এখান থেকে ১৩০ কিলোমিটার দুরের এক শহরে যেতে হবে । আমি রাজি হয়ে যাই । সে খানেই তার সাথে দেখা , তার সাথে কথা হয় ।সেই নিষ্পাপ চেহারা , বুদ্ধি দ্দীপ্ত চাহনি আমি ভুলতে পারি না এখনো । ভেবেছিলাম তাকে আঁকড়ে ধরে সারাটা জীবন পার করে দিতে পারব । কিন্তু , সে কথা রাখে নি । আমাকে ছেড়ে চলে যাবে না বলে ও , চিরতরে চলে গিয়েছে । সে মিথ্যাবাদী,প্রতারক !
শাঁশাঁকরে বাতাস বইছে । মাঝে মাঝে দুরের কিছু তারা মিটিমিটি করে জ্বলছে । এই দিগন্তহীন আকাশের দিকে তাকিয়ে আছি ।এখন আমার আকাশে দুটি বস্তু । একটি পূর্নিমার চাঁদ ,অন্যটি ম্রিয়মাণ তারা ।
আমি জীবনের সব দুঃখ-কষ্ট , বেদনা , না পাওয়া গুলোকে মনের গভীর অন্তরালে রেখে , সেই পূর্ণিমার চাঁদের দিকে ছুটছি , এক নতুন আলোর সন্ধানে ।