অ-মহাকাব্য।

in BDCommunity3 years ago (edited)

img_0.7414616073138846.jpg


তোমায় নিয়ে কবিতা লেখবার সাধ্য আমার কখনো হয়ে উঠেনি।
ছেঁড়া-ফাটা খাতা বলপয়েন্টের আঁকিবুঁকি দিয়ে ভরিয়ে ফেললেও, সেখানে তোমায় নিয়ে আমার অনুভূতির ছোঁয়া আজও পরেনি।

আমি বরাবরই বাংলায় খুব কাঁচা।
ভুলভাল শব্দচয়ন মিশিয়ে তাও যা কয়েকবার তোমার কাছে লিখেছি,
সেগুলোর অবস্থান বোধহয় তোমার হাতের মুঠোর থেকে টেবিলের তলায় পড়ে থাকা অপ্রয়োজনীয় দস্তাবেজের সাথেই বেশি মানানসই।
তাই তোমায় নিয়ে কবিতা লেখার সাহস আমার আজঅব্দি হয়ে নি।

অন্বেষী হয়ে বাচঁবার আমার বড়ই ইচ্ছে, জানোতো?
যুগ যুগান্তর ধরে বইয়ের পাতায় বেচেঁ থাকা সেসব ভ্রমণকারিদের মতন,
যারা এক জীবন পার করে আত্মার সন্ধানে দিকবিদিক নেশাগ্রস্থের মতন ঘুরে বেড়িয়েছে,
তাদের মতন দিক উদ্দেশ্যহীন ভাবে হারিয়ে যাওয়ার বাসনাটা না আমার সাথেই আমার ভেতর বড় হচ্ছে!

আচ্ছা,
আত্মসন্ধানের মানে কি তোমার জানা আছে?
হয়তো আছে, তুমি তো আমার কাছে সবজান্তার সমতুল্য।

শুনেছি, হারিয়ে গেলেই নাকি তার সন্ধান পাওয়া যায়।
আমার মগজে আবার সহজে এসবের উত্তর মেলে না কখনোই। ভাবনায় মগ্ন হতে নিলেই খামখেয়ালীর বসে বাউল গান মনের ভেতর ঘুরে বেড়ায়।

"খুঁজলি তারে আসমান জমিন
আমারে চিনি না আমি।
এ কি বিষম ভুলে ভ্রমি,
এ কি বিষম ভুলে ভ্রমি,
আমি কোন জন, সে কোন জনা?
কে কথা কয় রে দেখা দেয় না..."


কোনো এক পড়ন্ত বিকেলে,
চায়ের কাপে চুমুক দিতে দিতে,
জলন্ত সিগারেটের ধোঁয়ার ফাঁকে ফাঁকে আমায় এর মানে বোঝাবে তো?

অন্বেষী হওয়ার প্রয়াস যে আমার বহু দিনের।
আমায় বুঝিয়ে দেবে তো,
নিজেকে খুঁজে পাওয়ার মানে?
হয়তো এরপরেই আমার তোমায় নিয়ে কবিতা রচনার সাহস হবে।

মহাকাব্য লেখার প্রয়াসটা তাই আপাতত সিন্দুকে ভরে,
মনের আলমিরার ভেতরে তুলে রাখছি।
কোনো এক বর্ষায় নাহয় এ তালা আমি খুলবো...।


P..C: This dude.

Sort:  

কে যেন বলে বাংলা পারেনা? মিথ্যা কথা যত
তাই বুঝি এই না লিখতে না লিখতে সুন্দর শব্দচয়ন সমেত
একটা গোটা কবিতা রচনা করে ফেললো
আবারো বলবে পারি না, কিছুই পারি না

পারি ই তো না। ভুলভাল লিখসি :3

 3 years ago  

Sigh I should give up writing Sigh

What?? I saw your bangla writing don’t act like you can't huh...-,-

 3 years ago  

sigh I am depressed now sigh

অন্বেষী হয়ে বাচঁবার আমার বড়ই ইচ্ছে, জানোতো?

জানি:3

"বাংলা পারি না" "ভয় লাগে", এসব কার কথা জানি?

ভালো হয়েছে:)

আমি আসলেই পারি না, আর আসলেই আমার ভয় লাগে :3

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

Congratulations @drivingindevon! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You received more than 1750 upvotes.
Your next target is to reach 2000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!

Hi @drivingindevon, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

বাংলা না পারা যদি এরকম হয়... আমাদের পারার নতুন অর্থ দার করাতে হবে।

সবাই দেখি একি কথা বলে! 😅 আমি আসলেই তেমন বাংলা পারি না 😅

ভাই! বাংলা পারোনা, বাংলা লেখোনা এই কথাটা আর বইলোনা বুঝছো! 😑

অনেক অনেক চমৎকার হয়েছে 😊

আচ্ছা আচ্ছা!
বাংলা পারি হালকা করে, কিন্তু বাংলা লিখি না সচরাচর। 😅

And even the shared one yester was really nice. Damn u should write more!

সমস্যা হল যার জন্য লেখা সে ধর্মেও আছে জিরাফেও আছে :)

আমিও তো একি গোয়ালের গরু, দাদা! 😅