সংক্ষিপ্ত ভ্রমণ ব্লগ এবং কিছু ফটোগ্রাফি।

in BDCommunity4 years ago

হ্যালো বন্ধুগণ!
আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি সংক্ষিপ্ত ভ্রমণ ব্লগ এবং কিছু ফটোগ্রাফি। কয়েকদিন আগেই প্ল্যান করেছিলা আজকে ঘুরতে যাওয়ার ব্যাপারে।

IMG_20210226_164435.jpg
ক্যাপশন: পিঁয়াজি।

তো যাইহোক জুমার নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম। তারপর রেডি হয়ে বাড়ি থেকে বের হলাম তারপর এক বন্ধুর বাড়ির সামনে সবাই মিলিত হলাম।

IMG_20210226_174620.jpg
ক্যাপশন: আমি খালেক, শাহাদাত, শফিক।

আমরা মোট চার জন ছিলাম। আমি শাহাদাত, খালেক এবং শফিক। তারপর আমরা বাজারে গিয়ে একটি ভ্যান ঠিক করলাম। ভ্যানে করে চলে গেলাম "এনায়েতপুর বাঁধে
ঠিকানা : সিরাজগঞ্জ, এনায়েতপুর।

IMG_20210226_172914.jpg
ক্যাপশন : একটা সেলফি।

সেখানে গিয়ে একটি পিঁয়াজির দোকানে বসলাম। সেখানকার জনপ্রিয় পিয়াজি (দোকানের নাম ছিলো না)। তো যাইহোক আমরা পিয়াজি খেলাম এবং সেখানেই কিছুক্ষণ আরাম করলাম।

IMG_20210226_172337.jpg
ক্যাপশন: নদীর ফটোগ্রাফি।

তারপর বাঁধে গেলাম। সেখানে গিয়ে বসে সবার তামাশা দেখলাম এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। কেউ টিক টক ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ কেউ ফুসকা খাচ্ছে স্ত্রী এবং প্রেমিকার সাথে, কেউ আবার নদীর পারে বসে আড্ডা দিচ্ছে।

IMG_20210226_173800.jpg
ক্যাপশন: সানসেট ফটোগ্রাফি, বাড়িতে আসার আগে তুলেছিলাম।

তো যাইহোক আমরাও কিছু ছবি উঠলাম এবং ঘুরাঘুরি করলাম। তারপর সন্ধ্যা হয়ে গেলো আমার বাড়ি চলে আসলাম।

তো এই ছিলো আজকের সংক্ষিপ্ত ব্লগ। আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করবেন। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ!