আসসালামু আলাইকুম বন্ধুগণ!
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো কয়েকটি ফটোগ্রাফি।
ক্যাপশন : সন্ধ্যার সময় তোলা ছবি।
দোকানের নাম "জুঁথী ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ। দোকানে কিছু দিন আগেও পাঁচ জন ছেলে কাজ করতো, এখন মাত্র তিনজন কাজ করে। কারণ দুজন ছেড়ে দিয়ে চলে গেছে। দোকানে মালিকের ব্যাবহার খুব একটা ভালো নয়।
সারাদিন টানা কাজ করে দোকানের ছেলে গুলো। সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে। তখন ছেলে গুলো এক দিনের জন্য বাড়িতে যায়, আবার শনিবার চলে আসে।
আমার যখন হাতে কাজ থাকে না, আমি ওদের সাথে কথা বলি, মজা করি। সত্যি ছেলে গুলো অনেক পরিশ্রম করে।