পৃথিবীতে যেমন পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের মানুষ রয়েছে ঠিক তেমনি সুনির্দিষ্ট কোনো জিনিসের প্রতি তাদের ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টিও পৃথক রয়েছে।
এই বিষয়ে আপনার সাথে একমত আমি @riazud ভাই । আমার যেটা ভালো লাগে সেটা অন্য কারো ভালো না লাগতেই পারে ।
কলেজ জীবন এবং কলেজে থাকা আমাদের সময় গুলো ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অংশ।
আমার জীবনের সবচাইতে স্মৃতিময় সময় আমার কলেজ জীবন । অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি , যা কখনও ভুলার মতো নয় । @shahinaubl আপনার লেখা পরে সেই দিনগুলোর কথা আবারো মনে পরে গেলো ।