এক কালে আমার থেকে কয়েক বছরের বড় এক ছোকড়াকে ভরপেট পানি খাওয়ায়ে মাইল দুয়েক দৌড়ানি দিয়েছি। বন্ধুর প্রেমিকা তাকে ছ্যাকা দিয়ে ওই ছেলের হাত ধরেছিল.
একবার আমরাও এই কাজ করেছিলাম ভাই। মাইরের উপর আবার কানে ধরাইছিলাম 😁। তারপর বিচার শালিশ আরো কতো কিছু হয়ে গেলো 😄।পুরান কথা মনে পরে গেলো 🙃.
আমরা অবশ্য গায়ে হাত তুলি নাই। এসবই করসি খালি
কলেজে পড়তাম তো, রক্ত গরম 😄। পরে অবশ্য আবার সব ঠিক হয়ে গেছিলো 🙂
ক্ষমতা কি জানো? সব কিছু করার সুযোগ থাকতেও না করা। নিজের উপরে নিজের নিয়ন্ত্রন।:)
হা ভাই। তখন আসলে বিবেকের থেকে বেশি আবেগ দিয়ে কাজ করতাম। কোনটা সঠিক আর কোনটা ভুল সেই বুজটা অনেক কম ছিলো। আসলে জীবনে সকল ভুলই একেকটি শিক্ষা :-)