You are viewing a single comment's thread from:

RE: রস

in BDCommunity3 years ago (edited)

ছোটবেলায় শীতকালে প্রায় প্রতি দিনই কোন না কোনভাবে খেজুরের রস খাওয়া হতো। খুব সকালে ঘুম থেকে উঠে মসজিদে কুরআন শিখতে জাওয়ার আগে আমরা যেতাম রস আনতে। আর সেই রস দিয়ে পিঠা খাওয়ার স্বাদ এখনো মুখে লেগে আছে 😋। তবে বর্তমানে আমাদের দিকে একেবারেই পাওয়া যায়না এই রস। সংগ্রহ করার মতো এখন আর কেউ নেই তাই গাছগুলোকেও কেটে ফেলা হয়েছে😑

তবে একটা কথা ভাই, জীবন কিন্তু একটাই। একটু দেখে শুনে বাইক চালাবেন। বেশিরভাগ সময়ই বাইক এক্সিডেন্ট হয় অন্যের দোষে। তাই আপনাকেই সাবধানতা অবলম্বন করতে হবে।

Sort:  

কথা সত্যি যে বাইক এক্সিডেন্ট হয় বেশিরভাগ সময়ে অন্যের দোষে। এইটা তো হইলো আমার দোষেই। অনলি মি টু ব্লেম!:3

প্রতিটা ভুলই একেকটা শিক্ষা। সামনে আরো সতর্ক থাইকেন 😊