এই সব আনমনা চিন্তায় হঠাৎ ফোন এল পরিচিত নাম্বার থেকেই।ফোন ধরতেই বান্ধুবী হাপাতে হাপাতে বললো আমাদের হলের এক আপু আজ সকালে নাকি সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
পূজা ম্যাম আমাদের অনেক প্রিয় ছিলো। খুবই বন্ধুসুলভ ছিলো সে। আমরা মেনে নিতেই পারতেছিনা তার এভাবে চলে যাওয়া।
কাছের মানুষ চলে যাওয়া কষ্ট অনেক কঠিন! :( আপু যেখানেই থাকুক ভালো❤️