ছবিটা সিনেমা হলে গিয়ে দেখার খুব ইচ্ছে ছিলো। কিন্তু ব্যস্ততার কারনে যাওয়া হয়ে ঊঠেনি। বহু দিন বাংলাদেশের কোন ছবি বেশ নাম-ডাক অর্জন করেছে
ছবিটা সিনেমা হলে গিয়ে দেখার খুব ইচ্ছে ছিলো। কিন্তু ব্যস্ততার কারনে যাওয়া হয়ে ঊঠেনি। বহু দিন বাংলাদেশের কোন ছবি বেশ নাম-ডাক অর্জন করেছে
হ্যাঁ.. আসলে এটা আমারও ভালো লেগেছে!তার মধ্যে টিকিটও পাওয়া যাচ্ছে না।ব্যাপারগুলো বাংলা সিনেমায় নতুন আবহ নিয়ে আসছে!
ভালোই লাগে যখন দেখি বাংলাদেশে কোন ভালো মুভি তৈরি হয়েছে। স্বভাবত আমি হিন্দি আর তামিল মুভিই দেখি। বাংলা মুভি দেখা হয়ে ওঠেনা।