কোন ফাঁকে যে ঘুমিয়ে যাই, টেরও পাই না।
আর এইদিকে আমার রাতে ঘুমই আসতে চায়না। হালকা পাতলা পড়াশোনা করে শুয়ে পরি ১১/১২ টার দিকে। তারপর শুরু হয় মোবাইল ব্যবহার করা। পরে ঘুমাতে ঘুমাতে বেজে যায় সেই দুইটা কি তিনটা। মাঝে মাঝে তো একেবারে সকাল করেই ঘুমাই 😃। তবে ঐদিন আর বেলা ১১/১২ টার আগে ঘুম ভাঙ্গেনা। অলস জীবনযাপন করছি তো ; তাই কিছুর নিয়মকানুন নেই।
তবে অলস সময় ফুরিয়ে এসেছে। একমাস পরেই ইন্টার্নিতে জয়েন করতে হবে। তারপর শুরু হবে চাকরী জীবন। তখন হয়তো আপনার মতোই অবস্থা হবে আমার৷
সময়ের সাথে সাথে মানুষের শরীরে কতটা পরিবর্তন আসে, তাই না?
তা তো অবশ্যই। প্রকৃতির নিয়ম টাই যে এমন। একটা বয়স শেষে সবকিছুতেই ঘুনে ধরতে থাকবে। যৌবনভরা দেহটা তখন গুটিয়ে যাবে। কুজো তৈরি হবে শরীরের মাঝখানে। তারপর একদিন হয়তো হৃদযন্ত্রটা কাজ করে বন্ধ করে দিবে। এখনেই সমাপ্তি।
তবুও থেমে নেই কিছুই। যতদিন শরীরে জোর আছে পরিবারের ঘানি টানতে হবে। দিন দিন ব্যস্ততা আর দায়িত্ব বেড়েই চলবে।