You are viewing a single comment's thread from:

RE: আমার পরিচয় এবং প্রথম বাংলাতে লেখা পোস্ট।

in BDCommunity2 years ago

আমি সবখানেই ভালোটা খুঁজতে চেষ্টা করি আর সেই প্রচেষ্টা থেকেই কিছু কথা আপনার উদ্দেশ্যে...
এমনকি আমিও এসেছি হাইভে সত্যি বলতে যখন হাইভের গোল্ডেন সময়টা পড়ে এসেছে তখন। আবার এমনও হতে পারে এটা কেবলই ছন্দপতন, এই ছন্দ আবার ফিরে আসবে। তবে সবকিছুর মাঝেই এক কড়া অনিশ্চিয়তা। অল্প সময় থেকে এটুকু উপলব্ধিতে এসেছে যে এখানে "উপার্জনের" আশায় উন্মুখ থাকলে নিরাশ হতেও হতে পারেন যেটা অনেক কিছুর উপর নির্ভর করে, সেসব জানতে হবে আশপাশ থেকে।

পরিচিতি বাড়ান, অন্যদের লেখা পড়ুন, কথা বলুন; এমনটা ভাবার কারণ নেই যে, আপনার লেখা পড়ার জন্য বা আপনাকে ভোট দেবার জন্য লোকে বসে আছে যেখানে আপনার লেখাটা খুব একটা আমলে নেয়ার মতও না (যে কয়েকটা পোস্ট করেছেন, তার রেফারেন্স থেকে বললাম)
অন্যদের পড়ুন, বুঝুন, জানুন, চর্চা করুন, লিখুন, বলুন। প্রচুর কমিউনিটি আছে, সেসবের উপযোগী কনসেপ্টে লিখুন।

আমি এখন যেভাবে লিখি। আমার না লিখলে ভাত হজম হয়না বলে আমি লিখি। না লিখে থাকা যায়না বলে লিখি। কে পড়লো না পড়লো সেসব ভেবেতো লেখা ছাড়া যায়না। ভোট পেলেও ভালো, না পেলেও অসুবিধে নেই। কিন্তু না পাবার ব্যথায় হাহাকার করলে শুরুতেই, এখানে আপনার সময় অপচয় না করাই উত্তম।

শুভকামনা আপনাকে।

Sort:  

আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।