You are viewing a single comment's thread from:

RE: রস

in BDCommunity3 years ago

সবাখানে ধান্দাবাজ 😑 কোনোদিক দিয়া প্যাচায়া ট্যাচায়া চায়ের দাওয়াত বাইর কইরা নিতাসে 😑
এর থেইকা একটা বুদ্দি দেই, আমারে তোমার প্রুফ-রিডার রাখো। তোমার কাছে কোনো বেতন নিবনা।
তবে তুমি যে খুশি হয়ে শ'খানেক ডলার ছুড়ে মারবে এ নিয়ে আমি একদমই কিছু মনে করবোনা। 🤗

Sort:  

হুরু, বাংলা লেখাই বাদ দিয়ে দিবো🙄 এক কাপ চা ৫ টাকা, এই ৫ টাকার চা খাওয়ানি নিয়ে কত কথা। খাওয়াইবেন না বললেই তো হয়ে যাইতো😣

ফ্রি প্রুফরিড করতে চাইলে বইলেন:3 সাথে তূর্ণীতে পজিশন ফাকা আছে😁

আচ্ছা খায়ো চা 😂 যে কালেভাদ্রে লেখো বাপু! তাও লেখা ছাইড়োনা।

হ্যাঁ দিও। ফ্রি থাকলে রিড করে দিব (আবারও বলছি, আমিও যে খুব পারি তা না, তবে চেষ্টা করবো)
পজিশনে দায়িত্ব পালন করতে পারবো কিনা এ ব্যাপারে চিন্তার অবকাশ আছে!

আমি অনেক মোটা আর অলস। আরাম ভালো লাগে। 😁

সাপ্তাহিক একদিন। বাকিটা ডিএম এ বলতেসি!!